বাঁদর লাঠির উপকারিতা, ও খাওয়ার নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানতে চেয়েছেন যে বাদর লাঠির উপকারিতা কি? যদি জানতে চান যে বান্দর লাঠির উপকারিতা কি তাহলে এ পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ আমরা এই পোস্টে আজ আমরা বলবো বাদর লাঠি উপকারিতা সম্পর্কে।
প্রিয় পাঠক বাঁদর লাঠির এ গাছটি আমরা সকলেই চিনি। কিন্তু একাদ জায়গায় বিভিন্ন নামে এটি পরিচিত। এই বাঁদর লাঠির প্রাকৃতিক কিছু উপকারিতা রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাঁদর লাঠির বাকল এবং ফল .,ফুল এগুলো ঔষধি কাজে ব্যবহার করা হয়।
কারণ আল্লাহর দেয়া যতই গাছ-গাছরা আছে তার উপকারিতা বা অপকারিতা আছে। বাঁদর লাঠি গাছ প্রায় সব অঞ্চলে দেখতে পাওয়া যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। তাই আমরা আজ বাঁদর লাঠির উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক।
বাঁদর লাঠির উপকারিতা ও খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক আপনি জানতে চেয়েছেন বাঁদর লাঠির গাছ এর উপকারিতা কি? চলুন তাহলে আমরা জেনে আসি বাঁদর লাঠির উপকারিতা কি? সবথেকে বেশি যে উপকারটা পাওয়া যায় সেটি হল ডায়াবেটিস থেকে মুক্তি। এই বাঁদর লাঠির ছাল ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী।
যদি কেউ প্রতিদিন সকালে বাঁদর লাঠির গাছের বাকল কেউ খায় তাহলে তার ডায়াবেটিস একদম মিডিয়াম পর্যায়ে চলে আসবে। এমনকি ডায়াবেটিস দূর হয়ে যেতে পারে। এই বাঁদর লাঠি ছাল আমার আম্মা প্রায় একমাস মতো খেয়েছে। তার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ আপাতত ছিল না। তাই আপনাদের ক্ষেত্রে বলে যায় বান্দার লাঠির গাছের ছাল ডায়াবেটিসের ক্ষেত্রে অত্যন্ত উপকারী।
বাঁদর লাঠি কোষ্ঠকাঠিন্য সারাতে অনেক সাহায্য করে। যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি এই বাঁদর লাঠির পাকা ফল পানিতে গুলে এক চামচ পরিমাণ এক গ্লাস পানি দিয়ে খায় তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে কিছুটা আরাম পাওয়া যাবে।
যাদের গ্যাসটিকের সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে তারা যদি প্রতিদিন দুপুরে বা রাত্রে খাওয়ার আগে এক চামচ পরিমাণ বাঁদর লাঠির পাকা ফলের রস খায় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবে। বাঁদর লাঠির উপকারিতা সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
এই বাঁদর লাঠি আজ বিভিন্ন অসুখের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন ধরেন যাদের হাই প্রেসার রয়েছে তাদের ক্ষেত্রেই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি হাই প্রেসারের ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম হলো এই ফলের বীজ নিয়ে অর্থাৎ এই ফলের মজ্জা নিয়ে আধা কাপ দুধের সঙ্গে মিশিয়ে ছেঁকে আপনি খেতে পারেন। তাহলে ভালো উপকার পাবেন।
বাঁদর লাঠি বাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাদের আম বাত বা গেটে বাথ রয়েছে তাদের জন্য এই গাছটির উপকারী। তারা যদি গাছের ফল চূর্ণ করে বাতের জায়গার উপর লাগিয়ে হালকা হালকা করে গরম শেখ দিলে বাতের ব্যথা দূর হয়ে যায়।
বাঁদর লাঠির গাছের ছবি
শেষ কথাঃ বাদল লাঠি র উপকারিতা
প্রিয় পাঠক আপনি জানতে চেয়েছিলেন বাঁদর লাঠির উপকারিতা কি? আমরা আজ এই আর্টিকেলে বাদল লাঠির উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনি উপরের দিকে বিস্তারিতভাবে পড়ে আসেন তাহলে অবশ্যই জানতে পেরেছেন বাদল লাঠির উপকারিতা সম্পর্কে।
প্রিয় পাঠক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কোন কিছু বেশি ভালো না ।এজন্যই বললাম যে আপনি এই বাঁদরলাটি পরিমাণ মত ব্যবহার করবেন। বেশি ব্যবহার করলে পেটে ব্যথা. বমি বমি ভাব হতে পারে। তাই নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। আপনার বাসার যে কোন ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। যদি আপনার কোন ধরনের মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আর বিভিন্ন গাছের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।