প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম । দরখাস্ত লেখার নিয়ম
আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। এর ফলে আমরা স্কুল যেতে পারি না। এবং শিক্ষকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আবেদন পত্র লিখতে পারি না। তাই আজ আমরা আপনাদেরকে কিভাবে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হয় এ সম্পর্কে বলব। যদি আপনি প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চান , তাহলে এই আর্টিকেলটি পড়ুন, তাহলে জানতে পারবেন।
দরখাস্ত লেখার অনেকগুলো নিয়ম রয়েছে। তার মধ্যে আমরা যেটি সঠিক নিয়ম সেটি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো কিভাবে দরখাস্ত লিখলে সেই দরখাস্তের আবেদন মঞ্জুর হয় । এবং দরখাস্ত লেখার সঠিক নিয়ম কি তাও দেখাবো। যদি আপনারা এই নিয়ম মেনে দরখাস্ত লিখেন, তাহলে আপনাদের দরখাস্ত লেখা অনেক সুন্দর হবে। তাই যদি আপনি সুন্দরভাবে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জানতে চান তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
আরো পড়ুন = পরিবেশ সংরক্ষনের ১০ টি কারন জেনে নিন।
প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
এখন আমরা প্রধান শিক্ষকের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয় এ সম্পর্কে জানব। অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম এর নমুনা দেখব। চলুন তাহলে কিভাবে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখে জেনে নিন। কারণ আমাদের বিভিন্ন সময় প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হয় এবং যদি আমরা না লিখতে পারি তাহলে আমাদের বড় ধরনের সমস্যা হতে পারে। চলুন তাহলে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জেনে নি।
দরখাস্ত লিখার নমূনাঃ
তারিখঃ২২/১০/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
লক্ষ্মীপুর সরকারি উচ্চ বিদ্যালয়
নাচোল চাঁপাইনবাবগঞ্জ
বিষয়ঃ ছুটির জন্য আবেদন
জনাব
সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। ১২/১১-২৩ থেকে নিয়ে ১৪/১১-২০২৩ পর্যন্ত আমি স্কুলে উপস্থিত হতে পারবো না। আমার একটি বিশেষ কাজে জন্য আমাকে ঢাকা যেতে হবে। এবং সেখানে আমি দুইদিন থাকব।
অতএব জানাবেন নিকট আকুল আবেদন আমাকে উক্ত ১২/১১- ২০২৩ থেকে নিয়ে ১৪ ১১ ২০১ পর্যন্ত আমাকে তিন দিনের ছুটি দিয়ে বাধ্য থাকিবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র-ছাত্রী
নামঃ মোসা মাহফুজা আক্তার মিম
শ্রেণী ঃ সপ্তম
রোল ঃ১
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। আপনি কাকে উল্লেখ করে দরখাস্ত লিখবেন তার ওপর নির্ভর করবে আপনার দরখাস্ত লেখার নিয়ম। এখন আমরা বলব যে প্রধান শিক্ষকের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয়? প্রধান শিক্ষকের কাছে যদি আপনি দরখাস্ত লিখতে চান তাহলে প্রথমে আপনাকে তারিখ দিতে হবে। এরপর বরাবর, প্রধান শিক্ষক, তারপর আপনার স্কুলের নাম ,এরপর আপনার জেলা, থানা, এবং কোন বিষয় নিয়ে ছুটি নিবে সেই বিষয় দিতে হবে। এরপর জনাব দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন, তারপর জানাবেন নিকট আপনি একটি আকুল আবেদন করবেন, এরপর বিনীত নিবেদক, তারপর নিচে আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তারপর আপনার নাম, শ্রেণী ,এবং রোল, তাহলেই দরখাস্ত লেখা হয়ে যাবে,
দরখাস্ত লেখার সময় আপনারা একটি কথা মনে রাখবেন যে দরখাস্তের মধ্যে কোন ধরনের কাটাকাটি অথবা একটি অক্ষরের উপর ডাবল কলম ঘোরানো এসব থেকে বিরত থাকবেন। দরখাস্ত লিখবেন একেবারে স্বচ্ছ ভাবে। এবং সুন্দরভাবে গোছালো করে। কোন ধরনের কাটাকাটি, হিজিবিজি, যেন না হয়। যদি এসব ধরনের হয় তাহলে আপনার দরখাস্ত বাতিল হতে পারে।
চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম
চেয়ারম্যানের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয় আমরা অনেকেই জানিনা। চেয়ারম্যানের কাছে দরখাস্ত বিভিন্ন কারণে লিখতে হতে পারে। যেমন আপনারা টিউবয়েলের জন্য আবেদন করতে পারেন। এবং একটি হেয়ারিং রাস্তার জন্য আপনারা আবেদন করতে পারেন। কিন্তু কিভাবে দরখাস্তটা লিখবেন এ সম্পর্কে আপনার তেমন কোন ধারনা নেই। তাই আজ আমরা চেয়ারম্যানের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয় এবং চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম গুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
দরখাস্ত লিখার নমূনাঃ
৬ সেপ্টেম্বর ২০২৪
বরাবর
চেয়ারম্যান
২ নং বাধার ইউনিয়ন পরিষদ
বিষয়ঃ টিউবয়েলের জন্য আবেদন
জনাব
সবিনয় নিবেদন, এই যে আমি আপনার দুই নং বাধা ইউনিয়নের একজন ঝিনাইখার গ্রামের বাসিন্দা। আমরা বিগত পাঁচ বছর যাবত নিরাপদ পানির জন্য অধীর আগ্রহে আছি। কারণ আমাদের এলাকায় তেমন কোন নিরাপদ প্রাণীর ব্যবস্থা নেই। এবং আমাদের গ্রামের মানুষের তেমন কোনো আর্থিক স্বচ্ছলতা নেই, যেগুলো দিয়ে আমরা একটি টিউবওয়েল স্থাপন করব।
অতএব জানাবেন নিকট আকুল আবেদন আমাদের এলাকায় একটি টিউবয়েল দিয়ে গ্রামবাসীদের নিরাপদ পানি খাওয়ার সুযোগ করে দিন।
নিবেদক
রাজিব আলী
গ্রামঃ ঝিনাইখোর ছয় নং ওয়ার্ড
হঠাৎ অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত
আমরা একটি কমন সমস্যায় পড়ী। বিভিন্ন সময় অসুস্থতার জন্য আমরা স্কুলে যেতে পারি না। এরফলে আমাদের স্কুল অ্যাপসেন্ট থেকে যায়। যদি আমরা তখন একটি দরখাস্ত লিখে দিতাম তাহলে আমাদের সেই এবসেন্ট দিত না। এবং এপসেন্ট এর জন্য যে জরিমানা করা হয় সেই জরিমানাটা দিতে হতো না। কিন্তু যদি আপনি এই দরখাস্ত লিখতে না জানেন তাহলে এরকম সমস্যায় পড়বেন। তাই হঠাৎ অসুস্থতার জন্য কি ভাবে দরখাস্ত লিখতে হয় তা আমরা এখন বলব।
দরখাস্ত লিখার নমূনাঃ
তারিখঃ১১/০২/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
সরিয়তপুর উচ্চ বিদ্যালয়
ঢাকা সাভার
বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব
সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি বিগত পাঁচ দিন যাবত অসুস্থতায় ভুগছি। আমি ৯/০২/২০২৩ তারিখ থেকে নিয়ে ১২/০২/২০২৩ পর্যন্ত বিদ্যালয় উপস্থিত হতে পারবো না। কারণ আমি মারাত্মকভাবে অসুস্থ তাই রয়েছি। বিগত তিন দিন যাবত আমি বিছানা থেকে উঠতে পারিনি।
অতএব জানাবের নিকট আকুল আবেদন আমাকে উক্ত তিনদিনের ছুটি দিয়ে বাধ্য থাকিবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ ছাত্রী
নামঃ মোসাঃ সুমাইয়া খাতুন
শ্রেণীঃ সপ্তম
রোলঃ৬
দুই দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত রাখার জন্য আমরা নিজের কয়েকটি নিয়ম ফলো করব চলুন তাহলে দেখে নেয়া যাক।
দরখাস্ত লিখার নমূনাঃ
তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
{বিদ্যালয় নাম দিবেন}
{থানা জেলার নাম দিবেন}
বিষয়;(যে বিষয় নিয়ে লিখবেন সে বিষয় দিবেন)
জনাব
সবিনয় নিবেদন: এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি দুইদিন যাবত অসুস্থতার জন্য (অথবা আপনি যে জন্য ছুটি নেবেন সেটা উল্লেখ করবেন) (যে তারিখে ছটি নিবেন সে তারিখ উল্লেখ করনে) তারিখে বিদ্যালয়ের উপস্থিত হতে পারছি না।
অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাকে উক্ত দুই দিনের ছুটি দিয়ে বাধ্য থাকিবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাএী
নাম : (আপনার নাম)
শ্রেণী: (আপনার ক্লাসের নাম)
রোল: (আপনার ক্লাস রোল)
যদি আপনারা এই নিয়মে লেখেন তাহলে একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার দরখাস্তটি। এবং দরখাস্তু তে কোন ধরনের সমস্যা হবে না। কিন্তু একটি কথা মনে রাখবেন দরখাস্ত লেখার সময় কোন ভাবে কাটাকাটি করা যাবে না।
বেতন কমানোর জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত
বেতন কমানোর জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার জন্য আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে যে নিয়মে লিখলে আপনারা দ্রুত লিখতে পারবেন এবং সেই লেখাটি অনেক সুন্দর হবে এবং গ্রহণযোগ্য হবে চলুন তাহলে বেতন কমানোর জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিন
তারিখ:১৫ ই মার্চ ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
হাঁপানিয়া উচ্চ বিদ্যালয়
তানো রাজশাহী
বিষয়: বেতন কমানোর জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন: এই যে আমি আপনার অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি বিগত তিন বছর যাবত বিদ্যালয়ে আসছি ।এবং আমার বাবা একজন রিকশাচালক। আমাদের পড়ালেখার খরচ তেমন চালানোর কেউ নেই ।তাই আপনার কাছে একটি আকুল আবেদন হলো আমার এই মাসের বেতন আমার জন্য কম করা হোক।
অতএব জানাবেন নিকট আকিল আবেদন যে আমার গত মাসের বেতন কম দিয়ে দিতে বাধ্য থাকিবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র।
মোঃ আব্দুল মালেক।
রোল :১
শ্রেনী:অষ্টম
দরখাস্ত লেখার নিয়ম ছবি
দরখাস্ত লেখার কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা এই নিয়মে দরখাস্ত লিখেন তাহলে অনেক সুন্দর হবে। এবং আমরা এই আর্টিকেলের মধ্যে দরখাস্ত লেখার ছবি আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে দরখাস্ত লেখার নিয়ম আগে জেনে নেওয়া যাক।
- দরখাস্থ লিখার নিয়ম আপনাকে একটি সুন্দর এবং সাদা পাতা নিতে হবে। সে পাতার মধ্যে কোনভাবে কাটাকাটি অথবা কোন আজেবাজে লেখা থাকা যাবে না।
- এবং যে কলম দিয়ে লেখবেন সেটি শুধু কালো কালি হতে হবে। অন্যান্য বিভিন্ন ধরনের কালি দিয়ে ব্যবহার করা বা লেখা যাবে না।
- মার্কার কলম দিয়ে লেখা যাবে না। অর্থাৎ কিছু কলম রয়েছে যেগুলো অনেক মোটা লেখা হয় সেই কলমগুলো দিয়ে লেখা যাবে না। এমনি স্বাভাবিক কলম দিয়ে সুন্দর করে দরখাস্ত লিখতে হবে।
- দরখাস্ত এক পাতার বেশি কোনভাবেই লেখা যাবে না। এক পাতার মধ্যে আপনার বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবেন। যদি আমাদের এই নিয়মগুলো ফলো করেন তাহলে এক পাতার মধ্যে অনেক সুন্দর ভাবে দরখাস্ত লেখা হয়ে যাবে।
- দরখাস্ত লেখার সময় একটি কথা খেয়াল রাখতে হবে যে দরখাস্ত লেখাগুলোর মধ্যে কোনভাবেই কাটাকাটি করা যাবে না।
- দরখাস্ত লেখার সময় একটি লেখার পর দ্বিতীয়বার কলম ঘোরানো যাবে না।
- দরখাস্ত লেখার সময় অনেক সুন্দর করে এবং গোছালো করে লিখতে হবে।
এখন আমরা দরখাস্ত লেখার নিয়ম ছবি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এর মাধ্যমে উপকৃত হতে পারবেন। চলুন তাহলে বাংলা দরখাস্ত লেখার নিয়ম ছবি দেখে নেওয়া যাক।
উপসংহার
আজ আমরা এই আর্টিকেলের মধ্যে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম এবং দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনারা উপরের দিক থেকে পড়ে আসেন তাহলে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনারা এই নিয়ম মেনে দরখাস্ত লিখেন তাহলে আপনাদের দরখাস্ত ১০০% মঞ্জুর হবে। তাই যদি আপনার কোন কারণে দরখাস্ত লিখতে হয় তাহলে আপনারা এইভাবে দরখাস্ত লিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ।এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ