দাঁত ব্যাথার ট্যাবলেট এর নাম কি?
আমরা এখন বলবো দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম কি? কারণ বর্তমানে অনেক মানুষ রয়েছে যাদের দাঁতে পোকা লাগা অথবা বিভিন্ন কারণে তাদের ব্যথা সৃষ্টি হয়? এর ফলে মাথা ব্যথা থেকে নিয়ে চোখ ব্যথা করে। তাই আজ আমরা দাঁত ব্যাথার ট্যাবলেট এর নাম বলবো যা খাওয়ার ফলে দাঁত ব্যথা দূর হয়ে যাবে।
অনেক মানুষ রয়েছে যাদের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা আছে। যেমন পোকা লাগা, দাঁত শিরশির করা, দাঁত ক্ষয় হয়ে যাযওয়া, আর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এর ফলে তাদের দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয়। তাই তারা যদি সঠিকভাবে ব্যাথার ওষুধ খায় তাহলে এটি নিরাময় করা যাবে। এবং তার সঙ্গে গেন্ডিসের পরামর্শ নিতে হবে। চলুন তাহলে আজ আমরা দাঁত ব্যথার ট্যাবলেটের নাম জেনে নিই। যা খেয়ে আমাদের দাঁত সুস্থ থাকবে। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
দাঁত ব্যথার কারণ কী?
দাঁতের ব্যথা বিভিন্ন কারনে হতে পারে। যেমন দাঁতের পোকা লাগা, অথবা দাঁত নড়ে যাওয়া, এবং দাঁতে ফেটে যাওয়া, এবং মাড়ি সমস্যার জন্য এই ব্যথা সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলো অনেক মানুষেরই রয়েছে, যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথা নিয়ে কাটাচ্ছে,। তাই আজ আমরা বলব যে দাঁতের ব্যথা ট্যাবলেটের নাম কি? যদি আমরা এই দাঁতের ব্যথা ট্যাবলেটের নাম জানতে পারি তাহলে এটি ফার্মেসিতে যে পাওয়া যাবে। এবং খাওয়ার ফলে দাঁতের ব্যথায় নিমিসের মধ্যে চলে যাবে। চলুন তাহলে সেই ওষুধটির নাম জেনে নিন।
আরো পড়ুন = তেলাকুচা খাওয়ার নিয়ম জেনে নিণ।
দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম কি?
দাঁত ব্যথার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে। কিন্তু এর মধ্যে থেকে সবথেকে ভালো ট্যাবলেট এর কথা আমরা বলব। কিন্তু আপনাকে একটি বিষয় দিকে খেয়াল রাখতে হবে । সেটি হলো দেখতে হবে দাঁত ব্যাথাটা কিসের জন্য করছে । এ বিষয়ে দেখার পর আপনার ওষুধ দিতে হবে। এবং যদি প্রচন্ড পরিমাণে দাঁত ব্যথা করে তাহলে আপনারা একটি ওষুধ খেতে পারেন। সে ওষুধটির নাম হলEtoricoxib 120mg এটা যদি আপনারা এই ওষুধটা খেতে পারেন তাহলে কিছুক্ষণের মধ্যে দাঁতে যেকোনো ধরনের ব্যথা চলে যাবে। কিন্তু আপনার চিকিৎসা করাতে হবে। যদি আপনি তার চিকিৎসা করেন তাহলে দাঁতের কোন জায়গা থেকে সমস্যাটি তৈরি হয়েছে সেই জায়গাটি তারা ঠিক করে দিবে, এবং বলে দিবে।
দাঁত ব্যথার ট্যাবলেট কোথায় পাওয়া যায়?
দাঁত ব্যথার ট্যাবলেট বিভিন্ন জায়গায় পাওয়া যায় ।চাইলে আপনারা যে কোন ফার্মেসিতে এগুলো পেতে পারেন। যদি আপনারা ফার্মেসীএই ওষুধ টির নাম করেন তাহলে অবশ্যই তারা আপনাকে সেই ওষুধটি দিবে। যদি আপনার দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যাথা হয় তাহলে এইEtoricoxib 120mg ট্যাবলেটটি খাবেন। এবং যদি হালকা পরিমাণে ব্যাথা হয় তাহলে এইEtoricoxib 60mg ট্যাবলেটটি খাবেন। আশা করি দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
দাঁতের মাড়ি ব্যথা হয় কেন?
আমরা সকলে জানি যে মাড়িফুলার কারণ হলো যে মাড়ির আশপাশে ময়লা অথবা খাবার জমে থাকা কারণে সেখানে একটি ইনফেকশন তৈরি হয়। এই ইনফেকশন হওয়ার ফলে মাড়ি ফুলে যায়। এবং মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যদি দাঁতের মাড়ি সুরক্ষিত রাখতে চান তাহলে খাওয়া দাওয়ার পরই ব্রাশ ব্যবহার করবেন। এবং ছয় মাস অন্তর পর ডেনিসের কাছে যাবেন। ছয় মাস পর পর দাঁত স্কেলিং করা উচিত। কেউ কেউ মনে করেন যে দাঁত স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়ে যাবে। এটা ভুল ধারণা। দাঁতের স্কেলিং করলে দাঁতের ভিতরে জমে থাকা জীবাণু সহজে পরিষ্কার করা যাবে। তাই আমরা প্রতি ছয় মাস বা এক বছর পর পর দাঁত স্কেলিং করব।
দাঁতের মাড়িতে ব্যথা হলে করণীয় কি
যদি দাঁতের মাড়ি ফুলে যায় তাহলে আপনি লবণ পানি হালকা কুসুম গরম করে মুখের ভিতর নিয়ে কুলি করলে দাঁতের মাড়ির ব্যথা ধীরে ধীরে কমে যেতে লাগে। আরেকটা উপায় হচ্ছে যে প্রতিদিন দুইবার করে ব্রাশ ব্যবহার করা উচিত। ব্রাশ ব্যবহার করার ফলে সাইডে যে খাদ্য কনা আছে এবং জীবাণু ব্যাকটেরিয়া আছে ওগুলো পরিষ্কার হয়। ডাক্তারেরা বলে থাকে যে বছরে একবার হলেও দাঁত করা উচিত। দাঁত স্কেলিং করার পরে আপনার মধ্যে ব্যাকটেরিয়ার জন্য আছে এবং জীবাণু থাকে তাহলে স্কেলিং করলে দূর হয়ে যাবে।
কি সমস্যার জন্য দাঁত ব্যথা করে
দাঁত ব্যথার মেইন সমস্যাগুলো হল কেবেটি,, দাঁতে ছিদ্র,, দাঁতে ইনফেকশন,, দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া,, মাড়ির সমস্যা,, জয়েন্টের সমস্যা,,, নতুন দাঁত গজানো ,ইত্যাদি। জটিলতার জন্য এই দাঁতের ব্যথা সৃষ্টি হয়। আরো কয়েকটি কারণ হচ্ছে যে ভালোভাবে পরিষ্কার না করার কারণে দাঁতের আশপাশে যেসব ব্যাকটেরিয়া জমে থাকে সেখান থেকেই দাত ব্যথা এবং মাড়ি ব্যথা সৃষ্টি হয়। তাই আমরা দাঁত প্রতিদিন দুই বার ব্রাশ করবো।
দাঁতের জন্য কোন পেস্ট ব্যবহার করব
আপনি জানতে চেয়েছেন যে দাঁতের জন্য কোন পেস্ট ব্যবহার করবেন? ডেনডিসরা বলে থাকে যে দাঁতের জন্য আপনাকে বিভিন্ন ধরনের পেস্ট ব্যবহার করতে হবে, যেমন আজ একরকম পেস্ট ব্যবহার করলেন। সামনে মাসে একরকম করবেন। তার সামনে মাসে এক রকম করবেন। তাহলে আপনার দাঁ ত ভালো থাকবে। কারণ সব পেস্টে দাঁতের জীবাণু ধ্বংস করার উপকরণ থাকে। তাই সব সময় একই রকম পেস্ট ব্যবহার করবেন না। আলাদা আলাদা পেস্ট ব্যবহার করার চেষ্টা করবে।
উপসংহার
আজ আমরা এই আর্টিকেলে আলোচনা করলাম যে দাঁতের ব্যথা ট্যাবলেট এর নাম কি? এবং দাঁতে ব্যথা ট্যাবলেট কোথায় পাওয়া যায় এ সম্পর্কে? যদি আপনারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ের, তাহলে দাঁত বাধা ট্যাবলেটের নাম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আরেকটি কথা হলো যদি আপনার দাঁতে প্রচন্ড পরিমাণে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ডেন্ডিস দের পরামর্শ নিবেন। ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করুন। এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ্।