অপরাজিতা গাছের উপকারিতা - অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য
অপরাজিতা গাছের উপকারিতা সমূহের মধ্যে অন্যতম একটি উপকারিতা হলো এই
গাছটি বয়সন্ধিকালীন উন্মাদ রোগে কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া
অপরাজিতা গাছের উপকারিতা আরো অনেক রয়েছে। অপরাজিতা গাছের উপকারিতা গুলো নিচে
তুলে ধরা হবে।
অপরাজিতা গাছের উপকারিতা - অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য: উপস্থাপনা
ঔষধি গুণে ভরপুর অপরাজিতা গাছ আমাদের খুবই পরিচিত। আপনি যদি সঠিক নিয়মে
অপরিচিতা গাছের ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই অপরিচিতা গাছের সাহায্যে
বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিচে অপরাজিতা গাছের উপকারিতা,
অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য, অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম, অপরাজিতা গাছের ছবি এবং
অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো।
অপরাজিতা গাছের উপকারিতা - অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য
অপরাজিতা ফুল যেমন দেখতে সুন্দর তেমনি অপরাজিতা গাছের উপকারিতাও অনেক বেশি।
অপরাজিতা গাছের পাতা ফুল কান্ড সবকিছুই ভেষজ গুণাগুণ সমৃদ্ধ। বিভিন্ন রোগ
সারিয়ে তুলতে অপরাজিতা গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাজিতা
গাছের উপকারিতা ও অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অপরাজিতা গাছের উপকারিতা, অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য, অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক
নাম, অপরাজিতা গাছের ছবি এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে নিচে
বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
অপরাজিতা গাছের উপকারিতা ও অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য:
মুর্ছা বা হিস্টিরিয়া রোগ নিরাময়ে। মুর্ছা বা হিস্টিরিয়া রোগ
নিরাময়ে খুবই কার্যকর ভূমিকা পালন করে অপরাজিতা গাছের মূল। মুর্ছা
বা হিস্টিরিয়া রোগীকে নিয়মিত কিছুদিন অপরাজিতা গাছের মূলের রস
খাওয়ালেই মুর্ছা বা হিস্টিরিয়া রোগ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে
যায়। তাই আপনি যদি মূর্ছা বা হিস্টোরিয়া রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে
অবশ্যই আপনাকে নিয়মিতভাবে অপরাজিতা গাছের শিকড়ের রস খেতে হবে।
বয়:সন্ধি কালীন উন্মাদ রোগে: অনেক সময় দেখা যায় যে বিবাহযোগ্য
মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালীন উন্মাদ রোগ দেখা দেয় এবং তা প্রকট আকার ধারণ
করে। যদি এ ধরনের সমস্যা করো ভেতরে পরিলক্ষিত হয় তাহলে অপরিচিত গাছের ছাল ৩ থেকে
৬ গ্রাম পরিমাণ নিয়ে সেটিকে আধাবাটা করে আতপ চালের পানির সাথে মিশিয়ে খেলে খুব
দ্রুত উপকার পাওয়া যায়। বয়সন্ধিকালীন উন্মাদনা সম্পূর্ণরূপে দূরীভূত অপরাজিতা
গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বয়সন্ধিকালীন উন্মাদ রোগ থেকে মুক্তি
পাওয়ার জন্য নিয়মিত কয়েকদিন অপরাজিতা গাছের ছাল আতপ চালের পানির সাথে মিশিয়ে
খেতে হবে।
গলগন্ড রোগ নিরাময়ে। গলগন্ড রোগ নিরাময়ে খুবই কার্যকর ভূমিকা পালন
করে থাকে অপরাজিতা গাছ। আপনি যদি গলগন্ড রোগ আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে
নিয়মিত কয়েকদিন ৫ থেকে ৬ গ্রাম অপরিচিতা কাছে এবং গাওয়া ঘি এর একসাথে মিশিয়ে
মধু দিয়ে খেলে অল্প কিছুদিনের মধ্যেই গলগন্ড রোগ সেরে যাবে।
শোথ বা ফুলা রোগে। শোথ বা ফুলা রোগ নিরাময় করতে অপরাজিতা গাছের
শিকড় ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি সব থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে নীল
অপরাজিতা পাতা মূল সহ অল্প গরম করে সেই ক্বাথ ফোলা জায়গায় নিয়মিত
লাগাতে হবে। কিছুদিনের মধ্যেই ফোলা কমে যাবে।প্রাচীনকাল থেকেই শোথ রোগ
নিরাময় করার জন্য অপরাজিতা গাছের ছাল ও পাতা ব্যবহৃত হয়ে আসছে।
স্বরভঙ্গ দূর করতে। অনেকের স্বরভঙ্গ থাকে অর্থাৎ কথায় স্পষ্ট
ভাবে বের হয়না বা ফিসফিস করে কথা বলতে হয়। অপরিচিতা গাছের পাতা কান্ড
ক্ষেত্রে ৪ থেকে ৫ কাপ পানি দিয়ে ভাল করে সিদ্ধ করতে হবে এর পরে অপরিচিতা গাছের
পাতার পানি সিদ্ধ দিয়ে প্রতিদিন ১৫ মিনিটের মত গারগেল করতে হবে। এভাবে
নিয়মিত কিছুদিন অপরাজিতা গাছের পাতার পানি দিয়ে গার্গেল করলেই স্বরভঙ্গ দূর
হয়ে যাবে।
শুষ্ক কাশির চিকিৎসায়। অনেকেরই দীর্ঘদিন ধরে শুষ্ক কাশির
সমস্যা থাকে। আপনার যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অপরিচিতা আপনার জন্য
মহৌষধ হিসেবে ব্যবহৃত হতে পারে। শুষ্ক কাশি দূর করার জন্য আপনাকে অপরিচিতা
গাছের মূলের রস ১ চা চামচ নিয়ে তা আধা কাপ গরম পানিতে মিশাতে হবে।
এরপরে সেই গরম পানি দিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে পুরে রাখতে হবে এবং গারগেল করতে
হবে। গারগেল করার সময় আপনার মাথা উপর দিকে রাখতে হবে যেন গলার তালুতে অপরিচিতা
গাছের মূলের ছাল যুক্ত গরম পানি স্পর্শ করে। নিয়মিত কয়েক দিন এভাবে
অপরিচিতা গাছের মূলের থেরাপি নিলেই শুষ্ক কাশি ভালো হয়ে যাবে।
ঘন ঘন প্রস্রাবের চিকিৎসায়। ঘন ঘন প্রস্রাবের চিকিৎসায়
অপরাজিতা গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে শিশু অথবা কম বয়স্ক
বাচ্চাদের যদি বিছানায় প্রস্রাব করার বদঅভ্যাস থাকে বা ঘন ঘন প্রস্রাব করার
অভ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে অপরিচিতা গাছ ঔষধি হিসেবে ব্যবহৃত করা যেতে
পারে। ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর করার জন্য নীল অপরাজিতা গাছের মূল রস করে
এক চা চামচ পরিমাণ রস প্রত্যেকদিন দুই বার সামান্য দুধের সাথে মিশিয়ে খেলে অল্প
কয়েকদিনের মধ্যেই ঘনঘন প্রস্রাবের সমস্যা দূর হয়ে যাবে।
আধকপালে ব্যথা নিরাময় করতে। আধকপালে ব্যথা খুব যন্ত্রণাদায়ক এবং
অস্বস্তিকর আপনি যদি আটকপালে ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার বিশেষ
উপকারে আসতে পারে অপরিচিতা গাছ কেন নাম অপরিচিত গাছ হাত কোলে মাথা ব্যথা নিরাময়
করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে।
আধকপালে মাথা ব্যথা নিরাময় করতে আপনাকে অপরিচিতা কাছের এক টুকরো মূল এবং কান্ড
বেটে রস করে নিতে হবে। এরপর সেই রসের নস্যি নিতে হবে। নিয়মিত
কিছুদিনের যদি আপনি অপরিচিতা গাছের পাতা ও কান্ডে রসের নস্যি গ্রহণ
করেন তাহলে খুব সহজেই আট কপালে মাথা ব্যাথা সেরে যাবে।
অপরাজিতা গাছের উপকারিতা ও অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে উপরে বিস্তারিত
আলোচনা করা হলো। নিচে অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম, অপরাজিতা গাছের ছবি এবং
অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আলোকপাত করা হবে।
অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম - অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ
অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আপনার
জেনে রাখা উচিত। কেননা বিভিন্ন ধরনের পরীক্ষায় অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম
এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে প্রশ্ন করা হয়। যদি আপনার অপরাজিতা
ফুলের বৈজ্ঞানিক নাম এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সমূহের নাম জানা থাকে
তাহলে খুব সহজেই সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন।
অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ গুলো নিচে
তুলে ধরা হবে। অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম হলো Clitoria
ternatea. অপরিচিতা হলো ফ্যাবেসি প্রজাতির একটি ফুল। ইংরেজিতে এই
ফুলের নাম হলো Asian pigeonwings, blue pea, butterfly pea, cordofan
pea ইত্যাদি।
অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ গুলো নিম্নরূপ:
- পুষ্প বৃন্ত।
- পুষ্পাক্ষ।
- পুষ্পস্তবক।
- বৃতি।
- দলমন্ডল।
- পুংস্তবক।
- স্ত্রীস্তবক।
অপরাজিতা গাছের উপকারিতা, অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য, অপরাজিতা ফুলের
বৈজ্ঞানিক নাম, এবং অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ সম্পর্ক করে বিস্তারিত
তথ্য তুলে ধরা হয়েছে. নিচে অপরাজিতা গাছের ছবি উল্লেখ করা হবে।
অপরাজিতা গাছের ছবি
অপরাজিতা গাছের ছবি নিচে তুলে ধরা হবে। আশা করি নিম্নবর্ণিত অপরাজিতা
গাছের ছবি গুলো আপনার ভাল লাগবে। নিচে যে সকল অপরাজিতা গাছের ছবি
উল্লেখ করা হবে সেই ছবি গুলোর মধ্য থেকে আপনার পছন্দের অপরাজিতা গাছের
ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো জায়গায় শেয়ার করতে
পারবেন। চলুন দেখে নেয়া যাক দৃষ্টিনন্দন অপরাজিতা গাছের ছবি গুলো।
অপরাজিতা গাছের উপকারিতা - অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য: উপসংহার
উপরে ইতোমধ্যেই অপরাজিতা গাছের উপকারিতা, অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য,
অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম, অপরাজিতা গাছের ছবি এবং অপরাজিতা ফুলের বিভিন্ন
অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি উপরে বর্ণিত অপরাজিতা
গাছের উপকারিতা গুলো সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে। ১৬৪১৩