বাচ্চাদের আমাশার সিরাপ ও চিকিৎসা ।বাচ্চাদের আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ
বর্তমানে প্রত্যেকটি মা-বাবা একটি কমন সমস্যায় পড়ে, সেটি হল বাচ্চাদের এই আমাশার জন্য বিভিন্ন সময় বাচ্চারা অনেক দুর্বল হয়ে পড়ে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এটি ডায়রিয়ার মত সমস্যা হয়ে যেতে পারে, এমনকি এতে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজ আমরা বলব বাচ্চাদের আমাশার সিরাপ ও চিকিৎসা সম্পর্কে এবং বাচ্চাদের আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ সম্পর্কে আলো চনা করব।
একটি বাচ্চার আমাশা হতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু তার সঠিক চিকিৎসা যদি না করা যায় তাহলে এটি মরণব্যাধির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আজ আমরা আপনাদের সামনে বাচ্চাদের চিকিৎসা সম্পর্কে বলব। যা আপনি শুনলে অথবা জানলে সেটি আপনার শিশুর ক্ষেত্রে ব্যবহার করে থাকতে পারবেন। এমনকি যাদের এখনও কোন বাচ্চা নেই অথবা ছোট বাচ্চা নেই তারাও এটি পড়তে পারেন। ভবিষ্যতে কাজে লাগতে পারে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
আমাশার কাকে বলে?
আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাশার সম্পর্কে তেমন কিছু জানে না। আমাশা কেন হয় ?এ সম্পর্কে জানি না। তাই আজ আমরা আমাশা কাকে বলে? তা আলোচনা করব। একটি অন্ত্রের ইনফেকশন জনিত সমস্যা। যদি কোন শিশুর অন্তরের মধ্যে ইনফেকশন দেখা দেয় তাহলে এই আমাশা সৃষ্টি হবে। ইনফেকশন বলতে বোঝানো হয়।
আরো পড়ুন = গ্যাষ্টিকের সিরাপ কোন টা ভালো জেনে নিন।
যে জীবাণু,এ জীবাণু যদি অন্তরে চলে যায় তাহলে ইনফেকশন এর মত সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আমাশার এমন কোন মরণব্যাধি রোগ না। কিন্তু যদি এটি দীর্ঘদিনের হয়ে যায় তাহলে মরণবাদের মত সমস্যা হতে পারে। তাই আজ আমরা বলবো বাচ্চাদের আমাশার সিরাপ ও চিকিৎসা ,বাচ্চাদের আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ সম্পর্কে।
বাচ্চাদের আমাশার সিরাপ
বাচ্চাদের ক্ষেত্রে মূলত কয়েকটি সিরাপ ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হলো যে ফিলমেট। এই সিরাপটি বাচ্চাদের অথবা শিশুদের আমশার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ফিলমেট এই সিরাপ চেনার জন্য আমরা নিচের দিকে এর ছবি দিয়ে দিচ্ছি।
ফিলমেট সিরাপের ছবি..
![]() |
ফিলমেট সিরাপের ছবি.. |
আরেকটি ভালো সিরাপ রয়েছে বাচ্চাদের আমশার জন্য সেটি হল মেট্রো। যদি এই সিরাপটি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে একদিনের মধ্যেই বাচ্চাদের আমাশা সমস্যা কমে যাবে ,এবং বাচ্চা সুরক্ষিত থাকবে। মেট্রো এই সিরাপ চেনার জন্য আমরা নিচের দিকে এর ছবি দিয়ে দিচ্ছি।
মেট্রো সিরাপের ছবি..
![]() |
মেট্রো সিরাপের ছবি.. |
বাচ্চাদের আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ সিরাপ অনেকগুলো রয়েছে। কিন্তু আমরা এ দুইটির কথা বললাম এ সিরাপ গুলো আমাশার ক্ষেত্রে বেশ কার্যকারী। যদি আপনারা এই সিরাপ গুলো বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চাদের আমাশা দূর হবে।
যদি আমসা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়, এবং যদিও ভালো না হয় তাহলে আপনারা এই সিরাপ ব্যবহার করতে পারেন ।সেই সিরাপের নাম । জিংক সিরাপ এটি মূলত এন্টিবায়োটিক সিরাপ। এই সিরাপটি খাওয়ার ফলে বাচ্চাদের আমসার সমস্যা গুলো দূর হয়ে যাবে।জিং এই সিরাপ চেনার জন্য আমরা নিচের দিকে এর ছবি দিয়ে দিচ্ছি।
জিংক সিরাপের ছবি..
![]() |
জিংক সিরাপের ছবি.. |
বাচ্চাদের আমসা হলে করণীয় কি?
বাচ্চাদের যদি আমসার সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনার কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। যদি আপনারা এ নিয়ম গুলো মানতে পারেন তাহলে বাচ্চার দ্রুত সুস্থ হবে এবং ঘায়েল হবে না।
- বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করাতে হবে।
- বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন খাওয়াতে হবে।
- বাচ্চাকে অধিক পরিমাণে বিশুদ্ধ পানি পান করাতে হবে।
- বাচ্চাকে কখনো তেল যুক্ত খাবার খাওয়ানো যাবে না।
- যদি যদি বাচ্চাদের আমাশা অধিকা হারে বৃদ্ধি পায় তাহলে ওষুধ খাওয়াতে হবে।
- যদি বাচ্চাদের আমসা বন্ধ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাড়া পূর্ণ হতে হবে।
- বাচ্চাকে নোংরা জিনিস খাওয়ানো যাবে না অর্থাৎ আজেবাজে জিনিস খাওয়ানো যাবে না।
যদি আপনারা এই টিপস গুলো অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের বাচ্চা অনেক সুস্থ থাকবে। এবং বাচ্চাকে কোনভাবেই বাইরের খাবার খাওয়ানো যাবে না । এমনকি বাচ্চাকে পায়খানা করার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে বাচ্চা সুস্থ থাকবে।
![]() |
সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস |
বাচ্চাদের আমশার রোগের ওষুধ।
এখন আমরা আলোচনা করব বাচ্চাদের আমাশার রোগের ওষুধের নাম বাংলাদেশ সম্পর্কে। যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন।
যদি আপনার বাচ্চার আমাশা হয় তাহলে বাংলাদেশের এই ওষুধগুলো আপনারা খেয়ে খাওয়াতে পারেন। সেটি হল ফিলমেট এই ওষুধটি খাবার ফলে আপনার বাচ্চার আমাশার মত সমস্যাগুলো দূর হয়ে যাবে।
ফিলমেট ঔষধের ছবি..
![]() |
ফিলমেট ঔষধের ছবি.. |
বাচ্চাদের আমাশার জন্য আপনারা সিপ্রোসিন খাওয়াতে পারেন। আপনারা অনেকেই জানেন সিপ্রোসিন এটি এন্টিবায়োটি ক সিরাপ। যা খাবার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়। তার মধ্যে একটি হল আমাশা।
সিপ্রোসিনি এর ছবি..
![]() |
সিপ্রোসিনি এর ছবি.. |
বাচ্চাদের আমাশা রোগের ঘরোয়া চিকিৎসা।
এখন আমরা আলোচনা করব যে বাচ্চাদের আমাশার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। যদি আপনারা এই উপায় গুলো মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা আমসার মত সমস্যাগুলো দূর হয়ে যাবে।
- কাঁচা ডালিমের রস
- আদার রস
- গাজরের রস
- লেবুর রস
- কামলা লেবুর রস
- বেলের শরবত
এগুলো খাওয়ার মাধ্যমে আপনার শিশু আমাশার মত সমস্যা গুলো দূর করতে পারেন। যদি কয়েকদিন খাওয়ান তাহলে আমাশার মত সমস্যাগুলো দূর হয়ে যাবে।
তিন মাসের বাচ্চাদের আমাশা হলে করণীয়
যদি আপনার তিন মাসের বাচ্চা আমাশার মত সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কয়েকটি কাজ করতে পারেন। তার মধ্যে একটি হলো যে সিরাপ আপনারা যে কোন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেট্রো এ সিরাপটি খাওয়াতে পারেন। কিন্তু একটি কথা মনে রাখবেন যে কোন ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই বাচ্চাদেরকে খাওয়াবেন না।
বাচ্চাদের আমাশায়ের লক্ষণ কী?
বাচ্চাদের আমসা হলে মূলত কয়েকটি লক্ষণ দেখা দেয়। তার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করব। চলুন জেনে নি ।
- পাতলা পায়খানা তার সঙ্গে রক্তক্ষরণ।
- বমি বমি ভাব এবং তার সঙ্গে বমি।
- জ্বরের মতো সমস্যা।
- বাচ্চাদের ক্রান্তি অনুভব হওয়া।
- বাচ্চারা ভালোভাবে না খাওয়া।
- ওজন কমে যাওয়া।
বাচ্চাদের আমাশয় ঔষধ নাম
উপসংহার
আজ আমরা এই আর্টিকেলের মধ্যে আলোচনা করলাম যে বাচ্চাদের আমশার সিরাপ ও চিকিৎসা বাচ্চাদের আমাশার রোগের ওষুধের নাম বাংলাদেশ সম্পর্কে। যদি আপনারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আর একটি কথা হল যে যদি বাচ্চার আমাশার মতো সমস্যা দেখা দেয় এবং এটি দুই থেকে তিন দিনের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।