সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত


প্রিয় পাঠক আপনি কি সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের এই পোস্টে আমরা সাকিব আল হাসানের রেকর্ড নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী সকলেই সাকিব আল হাসান কে চেনে। সাকিব আল হাসান বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার এটা আমরা সকলেই জানি। তাই আজকে আমরা সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত এই বিষয়ে জানব।

আপনি যদি সাকিব আল হাসানের রেকর্ড সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন দেরী না করে সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত তা জেনে নেই।


    সাকিব আল হাসানের সকল আন্তর্জাতিক রান

    সাকিব আল হাসান কে আমরা সকলে চিনি। বিশেষ করে যারা ক্রিকেট খেলা পছন্দ করে এবং বাংলাদেশ ক্রিকেটকে ফলো করে তাদের কাছে সাকিব আল হাসান পরিচিত মুখ। সাকিব-আল-হাসান হলো বাংলাদেশের সবথেকে সেরা ক্রিকেটার। বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান সেরা অলরাউন্ডার। যে কিনা ক্রিকেটের তিন ফরমেটে অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সবগুলোতে র্যাংকিংয়ে প্রথম সারিতে রয়েছে।


    সাকিব আল হাসানকে বিশ্বের মধ্যে সেরা অলরাউন্ডার বলা হয় যিনি। যেমন বোলিং পারদর্শী ঠিক তেমন ব্যাটিংয়ে পারদর্শী তাহলে চলুন সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত তা জেনে নেই। তার আগে সাকিব আল হাসানের সকল আন্তর্জাতিক দেখে নেই।

    সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপে রান

    আমরা সকলেই সাকিব-আল-হাসান সম্পর্কে জানি। এযাবত তার অসংখ্য রেকর্ড রয়েছে যেগুলো এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। শাকিব আল হাসান আগে অনেক অলরাউন্ডারের রেকর্ড ভেঙে দিয়েছে। এই পোস্টে আমরা সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত এ সম্পর্কে আলোচনা করছি। আপনারা সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত তা জানতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

    সাকিব আল হাসান গত ওয়ানডে বিশ্বকাপে ৫১ ইনিংসে ব্যাট করে বিশ্বকাপ ইতিহাসে ১৬তম ক্রিকেটার হিসেবে ১০০০ রান করার কৃতিত্ব করেছেন। সাকিব আল হাসান হলো বাংলাদেশীদের মধ্যে একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করেছেন। সাকিব আল হাসান এই পর্যন্ত  ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলেছেন। তিনি বিশ্ব মধ্যে দ্বিতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপে একই ম্যাচে অর্ধশত এবং ৫ উইকেট নিয়েছেন।

    সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে রান

    আমরা এই পোস্টের সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত সম্পর্কে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের রান কত তা জেনেছি। এখন আমরা সাকিব আল হাসানের টি-টোয়েন্টি বিশ্বকাপে রান কত সম্পর্কে জানব। সাকিব আল হাসান এখন পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সবগুলো তে অংশগ্রহণ করেছে।


    বিশ্বকাপের ইতিহাসে সাকিব-আল-হাসান রান সংগ্রহের দিক থেকে ৮ নম্বর অবস্থানে রয়েছেন। তিনি এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সবগুলো তে অংশগ্রহণ করেছেন। সাকিব আল হাসান এ পর্যন্ত বিশ্বকাপে ৩১ ইনিংসে ৬৯৮ রান করেছেন। বোলিংয়ের দিক থেকে সাকিব-আল-হাসান রয়েছে বিশ্বকাপের নাম্বার ওয়ান বোলার। সবগুলো বিশ্বকাপ খেলে সাকিব-আল-হাসান সংগ্রহ ৪১ সবার উপরে। বিশ্বকাপের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

    সাকিব আল হাসানের রেকর্ড

    এই পোস্টে আমরা সাকিব আল হাসান বিশ্বকাপে মোট কত রান করেছে এ সম্পর্কে জেনেছি। এছাড়াও সাকিব আল হাসানের ওয়ানডে বিশ্বকাপের রান এবং সাকিব-আল-হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা সাকিব আল হাসানের রেকর্ড সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন সাকিব আল হাসানের রেকর্ড সমূহ গুলো জেনে নেই।


    • ওয়ানডে ক্রিকেটে একটি স্টেডিয়ামে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড সাকিব আল হাসানের দখলে। যা তিনি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৮৫ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন।
    • সবথেকে ইয়াং টেস্ট ক্যাপ্টেন হয়েছেন বয়স ২২ বছর ১১৫ দিন। যদিও তারপরে এ রেকর্ড অনেকে ভেঙে দেয়।
    • একটি টেস্ট ম্যাচে পঞ্চম উইকেটে হাইয়েস্ট পার্টনারশিপ গড়েন (৩৫৯ রানের)
    • সবথেকে বেশি বার ম্যান অব দ্যা সিরিজ হয়েছে ওয়ানডেতে (৭ বার)
    • একটি মাঠে ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি রান (২৫৫৩)
    • সব থেকে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার টি-টোয়েন্টিতে।
    • টেস্টে এক ইনিংসে শতক এবং ৫ উইকেট নিয়েছেন।
    • একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে কম ইনিংস খেলে ৬৭৫৫ রান এবং ২৮৫ উইকেট নিয়েছেন।

    ordinaryit

    Sakib Al Hasan

    --- Test ODI T20I
    Mat 63 221 101
    Inn 116 209 99
    Runs 4251 6755 2045
    Avg 39.0 37.53 22.98
    SR 61.72 82.26 120.79
    High Seored 217 vs NZ 134 84
    100s 5 9 0
    50s 29 50 10
    4s 517 611 206
    6s 20 46 43

    শেষ কথাঃ সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত

    আপনারা যারা সাকিব আল হাসান বিশ্বকাপে মোট রান কত তা জানতে চেয়েছিলাম তাদের জন্য উপরে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আরো অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে সাকিব আল হাসান অন্ড এ বিশ্বকাপে কত রান করেছে। সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে যতগুলো সেরা রেকর্ড রয়েছে সবগুলো উপর আলোচনা করা হয়েছে। জানার জন্য আপনি সম্পূর্ন পোস্ট পড়ুন।

    সাকিব আল হাসান বাংলাদেশসহ সারা বিশ্বের সেরা এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন।১৬৮৩০

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url