রোজার নিয়ত, ও ইফতারের দোয়া , রোজার নিয়ত বাংলা ২০২৪
আমরা মুসলিম হিসেবে প্রত্যেকটি মানুষেরই রোজা রাখা ফরজ।রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া অথবা রোজার নিয়ত বাংলা ২০২৪ সম্পর্কে জানতে নিচের দিকে লক্ষ্য করুন।
রোজা রাখার নিয়ত হলো যদি আপনি মনে মনে ইচ্ছা পোষণ করেন যে আমি রোজা রাখব এবং সেটা আল্লাহর সন্তুষ্টের জন্য , তাহলে নিয়াত হয়ে যায়। কিন্তু যদি আপনি একটি আরবীতে নিয়ত আছে সেটি যদি করতে পারেন তাহলে বেশি ভালো হয়। সে নিয়ে টি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন রোজা রাখার নিয়ত দেখে নি।
পোস্ট সূচিপএ=রোজার নিয়ত, ও ইফতারের দোয়া , রোজার নিয়ত বাংলা ২০২৪
- রোজা রাখার নিয়ত বাংলা
- রমজান মাস ছাড়া রোজা রাখার নিয়ত
- রোজা রাখার নিয়ত বাংলায় ২০২৪
- ইফতারের দোয়া
- ইফতারের আগের দোয়া
- নফল রোজার নিয়ত
- সুন্নত রোজা করার সময় কিছু বিষয় দিকে খেয়াল করা উচিত
- কাজা রোজা করার নিয়ম
- ২০২৪ সালের রমজান কোন মাস
- রোজার ক্যালেন্ডার ২০২৪
- উপসংহার
রোজা রাখার নিয়ত বাংলা
রোজা রাখার নিয়ত হলো নাওয়াই তুয়ান আসমা গাদাম মিনসারী রমাদানাল মোবারকি ফারদুল্লা কা ইয়া আল্লাহু ফাতাকব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম।
এর অর্থ আমি আগামীকাল পবিত্র রমজান মাসের একটি ফরজ রোজা করার জন্য নিয়ত করলাম। হে আল্লাহ তুমি আমার এই নিয়ত কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান ও জ্ঞানী।
যারা নিয়ত করতে চান তারা এভাবে নিয়ত করবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন যে যারা আরবি পড়তে জানেন, তারা অবশ্যই আরবি পড়ে এই নিয়তে মুখস্ত করে নিবেন। কারণ বাংলা নিয়ত কোন সময় ভালোভাবে উচ্চারণ করতে পারবেন না। এবং পরা শুদ্ধ হবে না। সে ক্ষেত্রে আপনি আরবি থেকে ভালোভাবে মুখস্ত করে নিতে পারেন।
রোজার নিয়ত বাংলা ছবি
![]() |
রোজার নিয়ত বাংলা ছবি |
আরো পড়ুন=আল আমিন কাকে বলে জেনে নিন
রোজার নিয়ত মনে মনে করা যায় কিন্তু দোয়া পড়লে বেশি ভালো হয়। সেক্ষেত্রে যখন নিয়ত করবেন তখন একটি কথা মাথায় রাখবেন আপনি যে রোজাটি করছেন সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য। অন্য কারো দেখানোর জন্য নয়। নয়তো এই রোজা কোন কাজে দিবে না, যদি অন্য কারো দেখানোর জন্য রোজা করেন।
রমজান মাস ছাড়া রোজা রাখার নিয়ত
বিশেষ করে মা-বোনদের ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় সেটি হল মাসিকের সমস্যা। এই সমস্যাটির জন্য অনেক মা-বোন রোজার সময় রোজা রাখতে পারে না। সে ক্ষেত্রে তাদের একটি করনীয় রয়েছে সেটি হল পরবর্তীতে সে রোজাগুলো কাজা ভাবে আদায় করে নিতে পারবে। তাই অনেক মা-বোনে রয়েছে যারা কাজা রোজা গুলো আদায় করতে চায়।
এবং নিয়ত করবে কিভাবে তা জানে না। সে ক্ষেত্রে এর উত্তর হলো যে আপনি মনে মনে নিয়ত করতে পারেন । অথবা উচ্চারণ করে নিয়ত করতে পারে। উচ্চারণ করে নিয়ত করা এটি হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নাত। তাই আপনারা চেষ্টা করবেন মুখে উচ্চারণ করা। না করলে কোন সমস্যা হবে না। আর আপনারা উপরে যে নিয়ম দেখলেন সে নিয়ে একটি করলেই যথেষ্ট।
রোজা রাখার নিয়ত বাংলায় ২০২৪
রোজা রাখার নিয়ত বাংলায় ২০২৪ সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। আমরা অনেক মানুষ রয়েছে, যারা আরবি পড়তে জানি না। কিন্তু যারা আরবি পড়তে জানেন না তাদেরও সঠিক উচ্চারণ হয় না। সে ক্ষেত্রে আমাদের একটি করণীয় হলো বাংলায় উচ্চারণ করা। যদি আমরা বাংলায় উচ্চারণ করি সে ক্ষেত্রে আমাদের কোন ভুল হবে না। এবং গুনাহ হবে না। তাই রোজা রাখার নিয়ত বাংলায় করবেন যেভাবে।
রোজা রাখার নিয়ত হে আমার রব তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার ফরজ হুকুম আদায় করার জন্য আজ আমি এই ফরজ রোজা রাখার নিয়ত করছি। তুমি সর্বশক্তিমান এবং জ্ঞানী।
যদি আপনারা এভাবে নিয়ত করেন তাহলে নিয়ত হয়ে যাবে। অর্থাৎ যদি বাংলায় আপনি আপনার মনের মতো করে নিয়ত করবেন। সে নিয়ত একটি আল্লাহর সন্তুষ্টের জন্য করবেন। তাহলেই রোজা হয়ে যাবে ইনশাল্লাহ্।
আরো পড়ুন=২০২৪ সালের বাংলা ,আরবি ,ইংরেজী ক্যালেন্ডার দেখে নিন
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা সন্তুু আলা রিজকিকা ওয়ালা আফতার তু বি রহ মাতিকা ইয়া আর হামার রহিমিন।
অর্থ হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। এবং তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
যারা ইফতারের দোয়া জানেন না তারা এটি বলে ইফতার খুলতে পারেন। কিন্তু একটি কথা আবারও বলি সেটি হল চেষ্টা করবেন আরবী দেখে শুদ্ধ করে পডা। কারণ বাংলায় কোনদিনই ভালোভাবে শুদ্ধ হয় না। আশা করি বুঝতে পেরেছেন।
ইফতারের দোয়া বাংলা ছবি
আরো পড়ুন=হজরত জাকারিয়া (আ) এর পিতার নাম কি জেনে নিন
ইফতারের আগের দোয়া
ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এবং সেখানে কিছু নির্ধারিত দোয়া রয়েছে যেগুলো পাঠের মাধ্যমে প্রচুর পরিমাণে সওয়াব অথবা নেকি কামানো যায়। যেরকম দুরুদ শরীফ, দোয়া মাসুরা, সূরা নাস, ইখলাস ,ফালাক, আয়াতুল কুরসি, কোরআন শরীফ তেলাওয়াত, হাত তুলে মোনাজাত, ইত্যাদি ধরনের দোয়ার মাধ্যমে আপনি আপনার মনের আর চাওয়া পূরণ করে নিতে পারেন। কারণ সেই সময় আল্লাহ আপনাদের দেওয়ার জন্য বসে থাকে। তাই যদি আপনি ইফতার আগে নিয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
নফল রোজার নিয়ত
সুন্নাত রোজার নিয়ত মূলত ফরজ রোজার মতই পড়ে। কিন্তু ফরজ রোজার নিয়ত যেখানে ফারদুল এলাকা ইয়া আল্লাহু এ কথাটি সুন্নাত রোজার ক্ষেত্রে বলতে হবে সুন্নতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারা এভাবে নিয়ত করেন তাহলে আপনাদের রোজা হয়ে যাওয়া সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে।
সুন্নাত রোজার নিয়ত নাওয়ায় তুয়ান আসমা গাদাম মিন সুন্নাতির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্না সামিউল আলিম।
অর্থ আমি আগামীকাল পবিত্র সুন্নাত রোজা রাখলাম হে আল্লাহ তুমি আমার রোজা গুলো কবুল করে নিও। তুমি জ্ঞানী তুমি সর্বশক্তিমান।
যদি আপনারা এভাবে নিয়ত করেন তাহলে আপনাদের রোজা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ।
আরো পড়ুন=ফরজ গোসলের নিয়ম জেনে নিন
সুন্নত রোজা করার সময় কিছু বিষয় দিকে খেয়াল করা উচিত
- নিয়ত অবশ্যই সময়ের আগে করতে হবে অর্থাৎ সেহেরির শেষ সময়ের আগে।
- যখন আপনি নিয়ত করবেন তখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করতে হবে। অন্য কারো দেখানোর জন্য নয়।
- নিয়ত করতে হবে এবং মনে মনে বিশ্বাস করতে হবে আগামীকাল আমি রোজা রাখব এবং সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য।
- রোজা রাখার সময় হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।
- সুন্নাত রোজা রাখার সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ফরজ রোজা রাখার সময়ও করলে অনেক সোয়াব পাওয়া যায়।
- ৩০ পারা কোরআন পড়ে শেষ করার মন-মানসিকতা থাকা উচিত।
কাজা রোজা করার নিয়ম
বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের রোজা গুলো ছুটে যায়। এর ফলে আমাদের কাজা রোজা করতে হয় এ রোজা করার নিয়ম রয়েছে যদি আপনারা নিয়ম অনুযায়ী রোজা গুলো করেন তাহলে আপনাদের রোজাগুলো হয়ে যাবে। কাজা রোজা করার নিয়ম হলো।
- রোজার শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রোজা করতে হবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে ঈদের দিন বাদে আপনি রোজা রাখতে পারেন।
- ফজরের আযানের আগেই সেহরি খেয়ে নিতে হবে।
- মাগরিবের সময় অর্থাৎ মাগরিবের আজানের পরপরই ইফতার করতে হবে।
- সারাদিন হালাল-হারাম মেনে চলতে হবে।
যদি আপনারা এসব বিষয়ের দিকে ভালোভাবে মনোযোগ এবং খেয়াল দিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের রোজা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। কিন্তু একটি কথা মনে রাখবেন কোন সময় রোজা রাখা অবস্থায় হারাম অথবা ছবি সিনেমা নাটক ইত্যাদি এগুলো থেকে দূরে থাকবেন।
আরো পড়ুন=মুজাহীদ শব্দের অর্থ কি জেনে নিন
২০২৪ সালের রমজান কোন মাস
আপনাদের মধ্যে অনেকে জানার ইচ্ছা রয়েছে ২০২৪ সালের রমজান কোন মাস থেকে এবং কত তারিখ থেকে শুরু হবে। অনেক মানুষ এই জানেন যে রোজা কত তারিখে থেকে শুরু হবে। কিন্তু কিছু কিছু মানুষ জানে না তাদের ক্ষেত্রে আজকের এই টপিকটি। বিশেষ করে মুসলিমদের একটি ফরজ হুকুম হলো রোজা রাখা। এই রোজা শুরু হবে ২০২৪- ১০ই মার্চ- রবিবার থেকে এবং এই রোজার শেষ হবে ৯ই এপ্রিল ২০২৪ মঙ্গলবার আশা করি বুঝতে পেরেছেন।
রোজার ক্যালেন্ডার ২০২৪
এখন আপনাদের সামনে আমরা কয়েকটি রোজার ক্যালেন্ডার ২০২৪ নিয়ে আলোচনা করব। কারণ এই রোজার ক্যালেন্ডার গুলো আমাদের প্রত্যেকটি মানুষেরই বাড়িতে একটি করে থাকা প্রয়োজন। কারণ সেহরির শেষ সময় ও ইফতারের সময় জানার জন্য এই ক্যালেন্ডার গুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের মুসলিম হিসেবে এবং রোজাদার হিসেবে প্রত্যেকটি মানুষের কাছে একটি করে রোজার ক্যালেন্ডার ২০২৪ থাকা উচিত। চলুন তাহলে রোজার ক্যালেন্ডার ২০২৪ দেখে নি।
উপসংহার
আজ আমরা এই আর্টিকেলের মধ্যে আলোচনা করলাম রোজার নিয়ত ও ইফতারের দোয়া রোজার নিয়ত বাংলা 2024 সম্পর্কে । যদি আপনারা আর্টিকেলটি পড়েন তাহলে আরও বিভিন্ন ধরনের তথ্য পাবেন যেমন রোজা রাখার নিয়ম বাংলা রমজান মাস ছাড়া রোজা রাখার নিয়ত ইফতারের দোয়া সহকারে আরো বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। যদি আপনার কোন ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের জানাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।