ইংরেজী ১২ মাসের নাম - ইংরেজী ৭ দিনের নাম ২০২৪

 ইংরেজি ১২ মাসের নাম এবং ইংরেজি সাত দিনের নাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এগুলো প্রতিটি বাচ্চা পড়ানোর সময় প্রয়োজন পড়ে। এমনকি আমরা অনেক সময় ভুলে যাই তখন এগুলোর প্রয়োজন পড়ে। জানতে হলে বিস্তারিত দেখুন।

আমাদের বছরের মধ্যে বারোটি মাস রয়েছে। প্রত্যেকটি মাসের এক একটি নাম রয়েছে। বর্তমানে বাংলাদেশের তিন ধরনের মাসের নাম ব্যবহার হয়। যেমন বাংলা, ইংরেজি, আরবি, বাংলাদেশের অধিক হারে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু সব থেকে বেশি বাংলা এবং ইংরেজি ব্যবহৃত হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি ১২ মাসের নাম এবং ইংরেজি সাত দিনের নাম জানিনা। তাদের জন্য আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে ইংরেজি ১২ মাসের নাম এবং ইংরেজি সাত দিনের নাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত বলব। চলুন তাহলে জেনে নি।

ইংরেজী ১২ মাসের নাম

 

 ইংরেজী ১২ মাসের নাম

 

 1

 January

 জানুয়ারী

 2

 February

 ফেব্রুয়রি

 3

 March

 মার্চ

 4

 April

 এপ্রিল

 5

 May

 মে

 6

 June

 জুন

 7

 July

 জুলাই

 8

August 

 আগস্ট

 9

September

 সেপ্টেম্বর

 10

October

 অক্টোবর

 11

November

 নভেম্বর

 12

December

 ডিসেম্বর

ইংরেজি ১২ মাসের নামের উৎপত্তি সম্পর্কে ধারণা।

  • ইংরেজি ১২ মাসের নাম বিভিন্ন দিক থেকে উৎপত্তি হয়েছে। যেমন..
  • জানুয়ারি = এটি মূলত রোমানদের দেবতার নাম থেকে নামকরণ হয়েছে। যেমন জানোস এ দেবতার নাম থেকে জানুয়ারি মাসের নাম করণ করা হয়।
  • ফেব্রুয়ারি =  রোমানদের দেবতার নাম ছিল ফেব্রুয়ার্স। এই ফেব্রুয়ার্স নামকরণ অনুসারে ফেব্রুয়ারি দ্বিতীয় মাসের নাম রাখা হয়েছে। যার অর্থ পাপ পরিহারে দেবতা।
  • মার্চ =  এটিও একটি রোমানদের দেবতার নাম থেকে নামকরণ হয়েছে। যেমন রোমানদের দেবতার নাম ছিল মার্স। যার অর্থ যুদ্ধের দেবতা।
  • এপ্রিল =  এটি মূলত একটি ল্যাটিন ভাষা। এটি পৃথিবীর মধ্য দিয়ে বুঝানো হয়। এ সময় ফুল ফোটে।
  • মে =  রোমানদের একটি দেবতা ছিল তার নাম ,মাইয়া, এর নাম অনুসারে বছরের মে মাসের নামটি দেওয়া হয়। এর অর্থ উর্বর দেবী।
  • জুন =  এটিও একটি রোমানদের জুলিয়াস সিজার এর নাম অনুসারে এই নামকরণ করা হয়।
  • আগস্ট =  এটি মূলত রোমানদের একটি আগস্টা এ নাম অনুসারে এ মাসের নাম রাখা হয়, আগস্ট।
  • সেপ্টেম্বর =  এটি একটি ল্যাটিন ভাষা। যার অর্থ ৭।
  • অক্টোবর = অক্টোবর এটিও ল্যাটিন ভাষা। যার অর্থ অষ্টম মাস।
  • নভেম্বর = এটি একটি ল্যাটিন ভাষা। যার অর্থ বছরের নয় মাস।
  • ডিসেম্বর =  এটি একটি ল্যাটিন ভাষা। যার অর্থ ১০ মাস।
ইংরেজি ১২ মাসের উৎসব সমূহ 

ইংরেজি ১২ মাসে এক বছর হয়। এক বছরের মধ্যে প্রত্যেকটি মাসে উৎসব রয়েছে। তার মধ্যে প্রধানত আমরা কয়েকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আমাদের প্রত্যেকটি মাসের উৎসব সম্পর্কে বিস্তারিত জেনে থাকা উচিত। কেননা এটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। চলুন তাহলে ইংরেজি ১২ মাসের উৎসব দেখে নেয়া যাক।

  • জানুয়ারি =  জানুয়ারি মাসে মূলত নববর্ষ দিবস হিসেবে উদযাপিত করা হয়।
  • ফেব্রুয়ারি =  এ ফেব্রুয়ারিতে একটি দিবস রয়েছে। সেটির নাম হল শহীদ দিবস। একুশে ফেব্রুয়ারি হল শহীদ দিবস । এবং যাকে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভ্যালেন্টাইনস ডে, এই ভ্যালেন্টাইন্স ডে মূলত খ্রিষ্টান পাদ্রী থেকে নামকরণ করা হয়েছে। এই পাদ্রী ইতালি রোমন নগরে একজন চিকিৎসক ছিলেন।
  • মার্চ =  মাসে জাতীয় শোক দিবস পালিত করা হয়। এবং মূলত হিন্দুদের উৎসব পালিত হয়। যেমন মহা শিবরাত্রিএবং আরেকটি দিবস রয়েছে সেটি হল নারী দিবস ৮ ই মার্চ।
  • এপ্রিল =  এপ্রিলের একটি মাস উদযাপন করা হয় মূলত এটি খ্রিস্টানদের উৎসব গুড ফ্রাইডে। এপ্রিল মাসে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।আরেকটি উৎসব পালিত হয় সেটি হল অর্থ ডে। এটি মূলত এপ্রিলের ২২ তারিখে পালিত হয়।
  • মে =  এ মে মাসে আপনারা সকলে জানেন যে মে দিবস পালিত করা হয়। অর্থাৎ মা দিবস পালিত করা হয়। এমনকি ৩০ মে স্মৃতি দিবস পালন করা হয়। এবং বোধ্য পূর্ণিমা পালিত হয়।
  • জুন =  জুন মাসে রোজার ঈদ যা ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী বাড়িতে করা হয়। মূলত পিতা দিবস পালন করা হয়।
  • জুলাই =  জুলাই মাসে মুসলিমদের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আযহা পালিত করা হয়।
  • আগস্ট =  আগস্ট মাসে মূলত জাতীয় শোক দিবস। কারণ এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে হ***ত্য করেছে।
  • সেপ্টেম্বর =  সেপ্টেম্বর মাসে মূলত দুর্গাপূজায় উৎসব পালন করা হয়। এটি হিন্দুদের ।
  • অক্টোবর =  অক্টোবর হল জাতীয় শিশু দিবস পালিত করা হয়।
  • নভেম্বর = তেমন জানা নেই।
  • ডিসেম্বর =  ১৬ ডিসেম্বর মূলত আমাদের স্বাধীনতা দিবস। এই 16 ডিসেম্বরে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ।

ইংরেজি সাত দিনের নাম ২০২৪

ইংরেজি সাত দিনের নাম সম্পর্কে আমাদের অনেকেরই জানা থাকে না। এর ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এগুলো আমাদের বাচ্চাদের শেখানোর সময় আমরা নিজেই ভুলে যায়। তাই আজ আমরা ইংরেজি সাত দিনের নাম আপনাদের সামনে উপস্থাপন করব। যা দেখার পরে আপনারা উপকৃত হতে পারবেন। চলুন তাহলে ইংরেজি সাত দিনের নাম দেখে নেওয়া যাক।

 ক্রম

    ইংরেজী

 উচ্চারন

 বাংলা্

 1

 Saturday

 সাটার্ডে

 শনিবার 

 2

 Sunday

 সান্ডে

 রবিবার

 3

 Monday

 মান্ডে

 সোমবার

 4

 Tuesday

 টুইস্টডে

 মঙ্গলবার

 5

 Wednesday

 ওয়েন্সডে

 বুধবার

 6

 Thursday

 থ্রাসডে

 বৃহস্পতিবার

 7

 Friday

 ফ্লাইডে

 শুক্রবার

 উপসংহার

আজ আমরা এই আর্টিকেলের মধ্যে ইংরেজি ১২ মাসের নাম এবং ইংরেজি সাত দিনের নাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। চাইলে আপনারা এগুলো কপি করে অথবা ডাউনলোড করে রেখে দিতে পারেন।এগুলো আপনাদের পড়ানোর সময় লাগতে পারে। এবং আপনারা যদি ভুলে যান তাহলে এগুলো একবার দেখলেই জেনে যাবেন। আশা করি ইংরেজি ১২ মাসের নাম এবং ইংরেজি সাত দিনে সম্পর্কে জানতে পেরেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url