কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮ টি উপায় । কফি ফেস মাস্ক
কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮ টি উপায় সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা এই ৮ টি উপায় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। চলুন কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮ টি উপায় জেনে নেওয়া যাক।
কফি এটি মূলত সুস্বাদও পানি, এটি মানুষের নিত্যদিনের পানীয় খাবার। এই কফির পানি ত্বকের জন্য দারুন কাজ করে। কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট,অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য যা ত্বকের জন্য ভালো। এই কফি এমন লোক রয়েছে যারা প্রতিনিয়ত খেয়ে থাকে। এবং এটি বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে অথবা কফি সপে পাওয়া যায়। কারণ এ কফির স্বাদ প্রচুর পরিমাণে রয়েছে। এবং এ কফি বিশ্বে এর প্রচলন প্রচুর পরিমাণে রয়েছে। তাই আজ আমরা কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮ টি উপায় সম্পর্কে জানবো, এবং কফি কিভাবে ব্যবহার করলে ত্বকের যত্ন নেওয়া যায় সে সম্পর্কে বলবো। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক।
কফি দিয়ে ফেস মাক্স তৈরি করার পদ্ধতি
কফি দিয়ে ফেক্স মাক্স তৈরি করার জন্য আপনাকে ৩ টি নিয়ম বা উপায় অনুসরন করতে হবে। সে উপায়গুলো মানতে পারলে আপনারা কফি দিয়ে ফেস মাক্স তৈরি করার নিয়ম জেনে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
- কফি দিয়ে ফেসমার্ক তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজগুলো করা লাগবে তার মধ্যে প্রধানত একটি হল দুই চামচ মত কফির গুঁড়ো নিতে হবে, তার সঙ্গে দুই চামচ মত মধু নিতে হবে। যদি আপনারা ভালো ফলাফল পেতে চান তাহলে এক চামচ পরিমাণ মধু নিতে পারেন।
- যদি আপনারা এসব যোগাড় হয়ে যায় তাহলে একটি বাটি নিবেন । সে বাটির মধ্যে এগুলো একসঙ্গে মিশ্রণ করে আপনাদের মুখে ৩০ থেকে ৪০ মিনিট মতো বা ১৫ থেকে ২০ মিনিট মতো লাগিয়ে রাখবেন।
- ১৫ থেকে ২০ মিনিট হয়ে গেলে এরপর আপনার ঠান্ডা পানি দিয়ে মুখের লাগানো ফেস মাক্স গুলো উঠিয়ে নিবেন।
কফি দিয়ে ফেস মাক্স এর উপকারিতা
কফি দিয়ে ফেস মাক্স তৈরি করার ৬ টি উপকারিতা রয়েছে তার মধ্যে হলো..
- আমাদের ত্বকের যেগুলো মিত্র কোষ রয়েছে সেগুলো জীবিত হয় এবং নতুন কোষ গজায়।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বিশেষ বড় ভূমিকা পালন করে।
- ব্রণ দূর করতে বিশেষ বড় ভূমিকা পালন করে।
- মুখের যেকোনো ধরনের দাগ দূর করতে সাহায্য করে।
- মুখের যে কোন ফুসকুড়ি দূর করতে সাহায্য করে।
- এবং মুখের খসখসে ভাব দূর করে তেলতেলে করতে সাহায্য করে।
কফি দিয়ে স্ক্রাব তৈরি করার উপায়
কফি দিয়ে স্ক্রাব তৈরি করার ফলে বিভিন্ন ধরনের দাগ অথবা ময়লা উঠে যায়। এর ফলে আমাদের শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। চলুন তাহলে কফিতে স্ক্রাব তৈরি করার উপায় জেনে নেওয়া যাক।
- কফি দিয়ে স্ক্রাব তৈরি করার জন্য আপনাকে তিন চামচ মতো কফির গুঁড়ো নিতে হবে এবং দুই চামচ মত চিনি এবং এক চামচ মত জলপাইয়ের তেল নিতে হবে ।
- এগুলো একসঙ্গে মিশিয়ে আপনাদের গলা, ঘাড়, পিঠ, হাত-পা ইত্যাদি জাগাতে লাগিয়ে দিতে হবে।
- এবং ৫ থেকে ৬ মিনিট মত লাগিয়ে রাখতে হবে।
- এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নেড়ে ধুয়ে দিতে হবে।
কফি স্ক্রাব এর উপকারিতা
- স্ক্রাব ব্যবহার করার কিছু উপকারিতা রয়েছে যেমন....
- গলা ও ঘাড়ের যেকোনো ধরনের ময়লা দূর করে।
- ত্বকের মৃত কোষ গুলোকে জীবিত কর ।
- রক্ত চলাচল ঠিক রাখে
- ত্বকের বা শরীরের যে কোন স্থানে উজ্জ্বলতা বৃদ্ধি করে
- এবং সেই স্থানের যেকোনো ধরনের ব্রণ অথবা ইত্যাদি ধরনের দাগ দূর করে।
কফি দিয়ে আয় মাক্স তৈরি করার উপায়
আমরা বিভিন্ন সময়ে শুনে আসি যে কফি দিয়ে আয়মাক্স তৈরি করা যায়। কিন্তু আমরা এর নিয়ম গুলো জানিনা। চলুন তাহলে কফি দিয়ে আইমাক্স তৈরি করার উপায় জেনে নেওয়া যাক।
- কফি দিয়ে আয়ম্যাক্স তৈরি করার জন্য আপনাকে প্রথমে কফির একটি টি ব্যাগগুলো নিতে হবে
- সেই কাফর ব্ব্যাযাগ গগুলো ঠান্ডা পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখে দিন।
- এরপর সেগুলো চোখের উপরে লাগিয়ে দিন তার ১৫ মিনিট পর তুলে ফেলে দিন।
কফি আই মাক্স তৈরি করার উপকারিতা
কফি দিয়ে আইমাক্স তৈরি করার কিছু উপকারিতা রয়েছে যেসব আপনারা জানলে অবাক হবেন চলুন তাহলে জেনে নিই ।
![]() |
কফি |
কফি মাক্স ব্যবহারের সুবিধা।
কফি মাক্স ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো চলুন জেনে নি
- বায়ু দূষণ থেকে রক্ষা করে।
- ঠান্ডা আবহাওয়াতে সুরক্ষিত রাখে ।
- এলার্জি সমস্যা কমিয়ে আনে
- সংক্রামক রোগের বিস্তার রোধ করতে সাহায্য করে।
কফি দিয়ে আই মাক্স তৈরি করার প্রথম যে উপকার এটা সেটি হলো
- চোখের উপরে বা নিচে যেসব ফোলা দাগ থাকে সেগুলো দূর করে ।
- এবং চোখের নিচের কালো দাগ দূর করে ।
- চোখের থাকা মৃত কোষগুলোকে জীবিত করে ।
- চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
কফি দিয়ে হেয়ার রিংস করার নিয়ম
কফি দিয়ে হেয়ার রিংস করার কয়েকটি নিয়ম রয়েছে। চলুন তাহলে সেই নিয়ম জেনে নি।
- প্রথমে আপনাকে দুই লিটার পানিতে চার টেবিল মত কফির গুঁড়া মিশিয়ে নিতে হবে।
- শ্যাম্পু করার পর সেই দুই লিটার পানি আপনার চুলের বা মাথার উপর ঢেলে দিতে হবে।
- এবং তিন থেকে চার মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
- এবং এভাবে চার থেকে পাঁচ দিন ব্যবহার করলে এর উপকারিতা জানতে পারবে।
কফি হেয়ার রিংস এর উপকারিতা কি
কফি হেয়ারিং সে কিছু উপকারিতা রয়েছে। যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন জেনে নি।
- যেমন চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- চুল কালো মিসে করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে
- চুলের গ্রোথ সুস্থ রাখে ।
- চুল পড়া বন্ধ করে।
কফি ও মধুর ফেস প্যাক এর উপকারীতা
মধু ও ও কফির ফেসপ্যাক এর কিছু উপকারিতা রয়েছে। যদি আপনারা মধু ও কফি দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের মুখের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। যেমন,,,
- তৈলাক্ত ভাব দুর করবে।
- ব্রণের দাগ খসখসে ভাব দূর করবে।
- ব্রণ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
কফি ও মধুর ফেসপ্যাক বানানোর নিয়ম
কফি ও মধুর ফেসওয়াস বানানোর কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে আপনাদের ফেসপ্যাকটি খুব সুন্দর হবে। চলুন তাহলে নিয়মটি জেনে নি.......
মধু ও কফি ফেসপ্যাক বানানোর জন্য আপনাকে যেসব কাজ করতে.....
- তিন চামচ পরিমাণ মধু নিতে হবে ।
- দুই চামচ পরিমাণ কফির পাউডার নিতে হবে
- একটি বাটি নিতে হবে সেই বাটির মধ্যে ভালোভাবে কফি পাউডার এবং মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
- এরপর আপনার ত্বকের ওপর কমপক্ষে ১০ মিনিট রাখতে হবে ।
- এরপর ঠান্ডা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
কফি ও বেসনের ফেসপ্যাক এর উপকারিতা
কফি ও বেসনের এর কিছু উপকারিতা রয়েছে, যদি আপনারা এগুলো ত্বকে ব্যবহার করেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের উপকার হবে। যেমন...
- ত্বকের মৃত কোষগুলো জীবিত হবে ।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ।
- ত্বকের খসখসে ভাব দূর করবে ।
- ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে ।
- তাকে মুসরিন রাখবে আরো ইত্যাদি কাজ করবে।
কফি ও বেসনের ফেসপ্যাক বানানোর নিয়ম
কফি ও বেসনের ফেসপ্যাক বানানোর কিছু নিয়ম রয়েছে। যেমন...
- এক চামচ পরিমাণ কফি করে নিতে হবে। এবং দুই চামচ পরিমাণ বেসন নিতে হবে।
- বেসনের মধ্যে হালকা এক চামচ পরিমাণ অলিভ অয়েল তেল দিতে হবে।
- এ টিকে সঙ্গে ভালোভাবে মিশিয়ে স্ক্রিনে লাগিয়ে দেওয়ার 10 মিনিট পর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানি দিয়ে।
কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়
কফি দিয়ে ফর্সা হওয়ার কিছু উপায় রয়েছে যেমন এই কফি আপনাদের ত্বকে ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন ।এবং এই কফির সঙ্গে বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করে আপনার ত্বকের উজ্জ্বল বা বাড়াতে পারেন ।যেমন অলিভ অয়েল দিয়ে এবং কফি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন ।এবং মধু এবং কফি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন ।কফি এবং চিনি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। এগুলো আমরা উপরের দিকে বিস্তারিত তুলে ধরেছি যা পড়লে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং ব্যাবহারের নিয়ম জানতে পারবেন।
ব্রণ দূর করতে কফির ব্যবহার
বর্তমান যুগে বিভিন্ন ধরনের ফেসওয়াস সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহারের ফলে আমাদের মুখে বিভিন্ন ধরনের দাগ এবং ব্রণ বের হয়। বিশেষ করে ব্রণ অনেক পরিমাণে বের হয় মুখে। এই ব্রণের কারণে ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে যদি আপনারা কফি দিয়ে ব্রণগুলো ভালো করতে চান তাহলে আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। কারণ আজ আমরা ব্রণ দূর করতে কফির ব্যবহার সম্পর্কে জানব। চলুন তাহলে জেনে নেই।
ব্রণ দূর করতে কফির ব্যবহার করবেন যেভাবে।
এক চামচ পরিমাণ মধু নিবেন এক চামচ পরিমাণ কফি নিবেন। এবং একটি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনার মুখে লাগিয়ে দিবে। 15 থেকে বিশ মিনিট রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন।
সর্তরকতা
কফি ব্যাবহার করে যদি কোন ধরনের সমস্যা হয়,তাহলে ব্যাবহার করা বন্ধ করে দিবেন। এবং চিকিৎসকের পরামর্স নিবেন।
উপসংহার
আজ আমরা এই আর্টিকেলের মধ্যে কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮ টি উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এবং কফি ফেসমাক্স ব্যবহারের নিয়ম, এবং কিভাবে তৈরি করবেন তাও বলেছি। কফি স্ক্রাব কফি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এসব সম্পর্কে বিস্তারিত বলেছি। যদি আপনারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়ার ৮টি উপায় এবং কফি ফেস মাক্স সম্পর্কে জানতে পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।