রবি নাম্বার কিভাবে দেখে | রবি নম্বর কিভাবে টাকা দেখে ২০২৪

 রবি নাম্বার কিভাবে দেখে -  রবি নাম্বার চেক কোড ২০২৪ সম্পর্কে আমরা এখন বিস্তারিত তুলে ধরবো। জানতে হলে আপনাকে এ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা রবি সিম প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে রবি সিমে টাকা কিভাবে দেখে এবং রবি নাম্বার কিভাবে চেক করে সে সম্পর্কে তাদের কোন ধারণা নেই। তাই আজ আমরা রবি নাম্বার কিভাবে দেখে এবং রবি নাম্বার চেক সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। এবং রবি মিনিট কিভাবে দেখে সে সম্পর্কে বলব। যদি আপনারা রবি সিম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে । তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

    রবি নাম্বার কিভাবে দেখে

    রবি নাম্বার দেখার জন্য আপনারা আমাদের এই নিয়মটি ফলো করতে পারেন। তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনার রবি নাম্বার দেখতে পাবেন। যেমন *140*2*4*।

    আরো পড়ুন = ডিজিটাল মার্কেটিং কার কার সেখা উচিত।

    স্ক্রিনে দেওয়া এই কোটি যদি আপনি ডায়াল করেন তাহলে আপনাকে রবি নাম্বার দেখাবে। এবং রবি নাম্বার দেখার জন্য আরও কয়েকটি কোড রয়েছে যেমন *২#।

    এই দুইটা কোড ব্যবহার করে আপনার রবি নাম্বার দেখতে পারেন অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোন একটা ব্যবহার করলে আপনার সামনে রবি নাম্বার দেখাবে এখন আমরা রবি নাম্বারের মিনিট কিভাবে দেখে সে সম্পর্কে বিস্তারিত বলবো চলুন জেনে নি

                                                    রবি নাম্বার কিভাবে দেখে

     ১। রবি নাম্বার চেক

     *১৪০*২*৪#

     ২। রবি নাম্বার চেক

     *২#


    রবি মিনিট কেনার কোড

    রবি মিনিট কেনার কোড এটি সব থেকে জরুরী। কারণ আমাদের মধ্যে অনেকের রবি সিম ব্যবহার করে। কিন্তু তারা যে কোন সময় মিনিট রিচার্জ করে। কিন্তু তারা রবি মিনিট কিভাবে দেখে সে সম্পর্কে জানে না।তাই আজ আমরা রবি মিনিট কেনার কোড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। যে তথ্য পাওয়ার পরে আপনারা উপকৃত হতে পারবেন। চলুন রবি মিনিট কেনার কোড জেনে নি ।

                                                          রবি মিনিট কেনার কোড

     

     ১৪ টাকা                   ১৯ মিনিটি

       *১২৩*১৪১৯#

    রবি এমবি দেখবো কিভাবে

    রবি এমবি দেখার জন্য আপনাদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে পারেন। যেমন চাইলে আপনার ডায়াল করার মাধ্যমে রবি নাম্বার দেখতে পারেন। এমনকি আপনারা অ্যাপস এর মাধ্যমে রবি এমবি দেখতে পারেন। কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে আজ দেখাবো না। আমরা দেখাবো ডায়াল কোডের মাধ্যমে কিভাবে রবি এমবি দেখতে হয়। চলুন তাহলে রবি এমবি কিভাবে দেখে জেনে নেওয়া যাক।কোডের মাধ্যেমে দেখার নিয়ম হলো *১২৩*৩*৫#

                                                 রবি এমবি দেখবো কিভাবে

     

      রবি এমবি কোড

     *১২৩*৩*৫#

    রবি টাকা দেখার কোড

    রবি সিম কেনার পর থেকে সব থেকে যে দুইটি বেশি প্রয়োজন পড়ে। সেটি হল টাকা দেখার কোড এবং নাম্বার দেখার কোড। এটি অত্যন্ত জরুরী,রবি সিমের জন্য। কারণ রবি টাকা দেখার কোড এবং রবি নাম্বার কিভাবে দেখে এটি বিভিন্ন সময় প্রয়োজন পড়তে পারে। কিন্তু অনেকেই আছে যারা এমবি দেখার কোড সম্পর্কে বা রবি নাম্বার দেখার কোড সম্পর্কে তেমন কোন ধাঁধা লাগে না। তাদের জন্য আজকের এই টপিকের মধ্যে আমরা রবি টাকা দেখার কোড সম্পর্কে সকল তথ্য তুলে ধরব।  রবি টাকা দেখার কোড হলো *২২২*।

                                                   রবি টাকা দেখার কোড

     

      রবি টাকা চেক

     *২২২#


    রবি ২ টাকায় ৫০ এসএমএস কোড

    আমরা এখন জানব রবি ২ টাকা ৫০ এসএমএস কেনার কোড সম্পর্কে। কারণ এটি আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে থাকে। এবং আমাদের মধ্যে অনেকে আছে যাদের প্রতিনিয়ত এসএমএসের প্রয়োজন পড়ে। কিন্তু তারা কম দামে এসএমএস পায় না। তাই আজ আমরা রবি দুই টাকায় ৫০ এসএমএস কোড সম্পর্কে তাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরব। রবি 2 টাকায় ৫০ এসএমএস কোড হলো *১১১*১০*২০#

                                           রবি ২ টাকায় ৫০ এসএমএস কোড

     

     ২ টাকায় ৫০ এস এম এস

     *১১১*১০*২০*

    রবি 3 টাকায় ৪০ এসএমএস কেনার নিয়ম

    রবি ৩ টাকায় ৪০ এসএমএস কেনার জন্য কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে প্রধানত হল ডায়াল এর মাধ্যমে আপনারা তিন টাকায় 40 এসএমএস কিনে নিতে পারেন। এই ডায়াল করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি কোড ব্যবহার করতে হবে। সেটি হল *৮৬৬৬*৪০#

                                          রবি 3 টাকায় ৪০ এসএমএস কেনার নিয়ম

     

     রবি 3 টাকায় ৪০ এসএমএস

     *৮৬৬৬*৪০*


    অ্যাপ থেকে রবি নাম্বার চেক করার উপায়

    • অ্যাপ এর মাধ্যমে আপনারা রবি নাম্বার দেখে নিতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই। রবি নাম্বার চেক করতে গেলে আপনাকে প্রথমে রবি অ্যাপস ফোনে ইন্সটল থাকা লাগবে।
    • যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড অথবা ইন্সটল করে দিতে পারেন।
    • যদি এটা ইন্সটল করা হয়ে যায় তাহলে আপনাদের প্রথমে লগইন করতে হবে অর্থাৎ রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে।
    • এরপর আপনাকে অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে।
    • অ্যাপ এর মধ্যে প্রবেশ করলে দেখবেন আপনার রবি নাম্বার দেখা যাচ্ছে প্রোফাইলে পাশেই।

    আশা করি কিভাবে app থেকে রবি নাম্বার দেখতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

    রবি কাস্টমার কেয়ার নাম্বার

    আমাদের অনেক সময় সিম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তখন আমাদের কয়েকটি করণীয় থাকতে পারে। যেমন রবি কাস্টমার কেয়ার নাম্বার থেকে বিস্তারিত তথ্য দিয়ে আপনার সিমের সকল তথ্য যা নিয়ে আপনার সিম এর সকল ধরনের সমস্যা সমাধান করতে পারেন। তাই যদি আপনি রবি কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে চান তাহলে এই নাম্বারে ফোন করতে হবে যেমন01819 400400

                                                     রবি কাস্টমার কেয়ার নাম্বার

     

     রবি কাস্টমার কেয়ার নাম্বার

     ০১৮১৯৪০০৪০০

    রবি ইন্টারনেট অফার

    আমরা যারা রবি সিম ব্যবহার করি তাদের জন্য রবি অফার জানা থাকা উচিত। এমন কি সকল রবি অফারের কোড থাকা উচিত। এর ফলে তাড়াতাড়ি রবি ইন্টারনেট অফার গুলো নেওয়া যায়। চলুন তাহলে রবি ইন্টারনেট অফার দেখে নেয়া যায়।

    রবি ইন্টারনেট অফার

     

     

     ৫ জিবি

     ৮৯ টাকা                              

     *২১২*৭০৭#

     মেয়াদ ৭ দিন

      ১৫ জিবি

     ২০৮ টাকা

     *২১২*৭১৭#

     ৩০ দিন

     ৩০ জিবি

     ২১৯ টাকা

     *১২৩*০২১৯#

     ৩০ দিন

     ৪ জিবি 

     ৬৮ টাকা

     *২১২*৭০৬#

     ৭ দিন

     ১৪ জিবি 

     ১৯৭ টাকা

    * ২৪১৯১*১৫০৭#

     ৩০ দিন

    উপসংহার

    আজ আমরা এই আর্টিকেলের মধ্যে রবি নাম্বার কিভাবে দেখে এবং রবি নাম্বার কিভাবে টাকা দেখে ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এবং আরো বিভিন্ন ধরনের রবি নাম্বার সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি। যদি ভালো লাগে তাহলে আপনারা এসব ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কারণ আপনার একটি মতামত আমাদের আর্টিকেল লিখতে আর উৎসাহিত করে।

    মনে রাখবেন...

    যেকোনো সময় এমবির অফার পরিবর্তন হতে পারে।

    এবং যেকোনো সময় কোড পরিবর্তন করতে পারে।



    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url