টিয়া পাখির উপকারীতা - টিয়া পাখির বৈশিষ্ট্য

 টিয়া পাখির উপকারিতা এবং টিয়া পাখির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন তুলে ধরব। কারণ আমরা অনেকে শখের বসে টিয়া পাখি পালি। কিন্তু এর উপকারিতা এবং এর বৈশিষ্ট্য জানিনা। আজ আমরা টিয়া পাখি সম্পর্কে সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব।

শহরের দিকে যদি আমরা যাই তাহলে কমবেশি প্রায় সকলের কাছেই এ টিয়া পাখি টি থাকে অর্থাৎ লালন পালন করে। এ টিয়া পাখি থাকার ফলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়। যেগুলো আমরা নিচের দিকে তুলে ধরব। টিয়াপাখি এটি একটি সুন্দর এবং শান্ত মেজাজের পাখি। এটি পালা তেমন কোন কঠিন কাজ নয়।টিয়া পাখি যে কোন মানুষই পালতে পারবে। এতে করে কোন সমস্যা হবে না। চলুন তাহলে টিয়া পাখির উপকারিতা ও বৈশিষ্ট্য জেনে নি।

টিয়া পাখির উপকারিতা।

  • টিয়া পাখির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতায রয়েছে। সেই উপকারিতাগুলো হল বিনোদনমূলক উপকারিতা। যেমন টিয়া পাখি কথা বলতে পারার কারনে অনেক মজা পায়। সকলেই বড় থেকে সকলেই টিয়া পাখির সাথে কথা বলতে অনেক পছন্দ করে। এই কথা বলার মধ্য দিয়ে একটি বিনোদন পাই। এবং এ বিনোদনের কারণে মানুষের মন ভালো থাকে।
  • যদি আপনার শিশুকে দায়িত্ব শিখাতে চান তাহলে এই পাখি দিয়ে বা গাছ রোপনের মাধ্যমে দায়িত্ব শিখাতে পারেন। যেমন যদি একটি টিয়া পাখি সেই শিশুকে পালতে দেন এবং নিয়মিত খাবার দিতে বলেন এবং পানি দিতে বলেন তাহলে সে একটা দায়িত্ববোধ শিখবে ।এবং দায়িত্ববান হবে।
  • মানসিক চাপ থেকে রক্ষা পেতে টিয়া পাখি রাখতে পারেন। যদি আপনার বাসায় টিয়া পাখি থাকে এবং তার সঙ্গে যদি কথা বলেন তাহলে অনেক ভালো লাগবে। এবং মানুষিক চাপ থেকে রক্ষা পাবেন।
  • চাইলে আপনি আপনার বাড়িতে টিয়া পাখি দিয়ে পাহারা দেওয়াতে পারেন। কারণ যদি একটি টিয়া পাখিকে ভালো মতো করে ট্রেনিং দেন তাহলে যদি অপরিচিত কেউ বাড়িতে ঢুকে তাহলে টিয়া পাখিটা সঙ্গে সঙ্গে জানাবে।
  • সৌন্দর্য বৃদ্ধি করতে টিয়া পাখি পালতে পারেন। কারণ টিয়া পাখি দেখতে অনেক সুন্দর এবং এটি যদি বাসায় রাখা যায় তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

টিয়া পাখির বৈশিষ্ট্য

টিয়া পাখি বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের রয়েছে। যেমন টিয়া পাখি দেখতে মূলত সবুজ হয়। আরো বিভিন্ন কালারের হয়ে থাকে । কিন্তু সব থেকে বেশি সবুজ কালারের দেখতে পাওয়া যায়। এবং এর ঠোঁট গুলো লাল হয় এবং এর ঠোঁটের সামনে একটু বাঁকানো থাকে। এবং টিয়া পাখি লম্বায় এক মিটার হয়ে থাকে। এবং এই এদের বাকানো ঠোঁট দিয়ে খাবার খেয়ে থাকে। এবং আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন বাসা তৈরি করে থাকে এবং এদের দুটি ডানা এবং লেজ একটি লম্বা। এবং এদের দুইটি পা হয়েছে।

অন্যান্য পাখির থেকে টিয়া পাখি একটু আলাদা। কারণ এটি কথা বুঝতে পারে এবং কথা বলতে পারে। এবং এটি অনেক বুদ্ধিমান পাখি। এটি খেলাধুলা পছন্দ করে। এটি মূলত ৫থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। টিয়া পাখির বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে । যেমন ফল পোকামাকড় শস্য চাল ডাল ইত্যাদি। এটি আপাকে মূলত খাচায় থাকে এবং এগুলা বাইরে থাকতে বেশি পছন্দ করে।

টিয়া পাখি দ্রুত পৌষ মেনে যায়। এবং এটি সকলকেই বিনোদন দিতে পারে। এবং যদি আপনি ডিপ্রেশনে থাকেন তাহলে ডিপ্রেশন কাটাতে এটিয়া পাখি আপনাকে সাহায্য করবে। কারন এটি আপাকে মন মাতানো সুর এবং কার্যকলাপ যা আপনার কাছে ভালো লাগবে।

টিয়া পাখির খাবার।

টিয়া পাখির বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। যদি সে বাইরে থাকে অর্থাৎ মুক্ত ভাবে থাকে তাহলে বিভিন্ন ধরনের খাবার যেমন ফল পাতা তেলাকুচা ডাব পাকাআম ইত্যাদি খেয়ে থাকে।

টিয়া পাখি যদি খাচায় রাখা যায় তাহলে তাকে অন্যান্য খাবার দেওয়া হয় যেমন সরিষা গম ভুট্টা মসুর ছোলা বাদাম ইত্যাদি দেওয়া হয়। এগুলো খাঁচার মধ্যে খেতে বেশ ভালোবাসে টিয়া পাখি। কিন্তু আমাদের একটি কথা সবসময় মনে রাখা উচিত পাখিকে ব*ন্দী করা উচিত নয়।

টিয়া পাখি কয়টি ডিম দেয়?

টিয়া পাখি বিভিন্ন ধরনের রয়েছে। এবং বিভিন্ন জাত রয়েছে। ভিন্ন জাতের ভিন্ন রকম ডিম পেড়ে থাকে। কিন্তু ঘরে টিয়া পাখির প্রায় তিন থেকে সাতটি পর্যন্ত ডিম পেড়ে থাকে ।কোন কোন ক্ষেত্রে ১০ টি ও পাড়ে।

কয় ধরনের টিয়া পাখি রয়েছে।

টিয়া পাখির বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন মূলত পাঁচ প্রজাতি টিয়া পাখি দেখা যায়। এগুলো মূলত কিছু কিছু খাঁচায় পালে এবং কিছু কিছু মুক্ত আকাশে উড়ে বেড়াই। এগুলো গড়ে পাঁচ থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। কোন কোন ক্ষেত্রে কম সময়ও বাঁচে ।

টিয়া পাখি বাচ্চা উঠতে কতদিন সময় লাগে।

টিয়া পাখির বাচ্চা উড়তে কতদিন সময় লাগে এটি আমাদের কমবেশি সকলেরই জেনে থাকা উচিত। বিশেষ করে আমরা যারা টিয়া পাখি পালন করি তাদেরকে এটি জেনে থাকা উচিত। টিয়া পাখির মূলত ১৯ থেকে ২৮ দিনের মধ্যে বাচ্চা উঠিয়ে দেয়। এবং টিয়া পাখি তার বাচ্চাকে একমাস লালন পালন করে এরপর আর লালন পালন করা লাগে না।

টিয়া পাখির দাম কত?

টিয়া পাখির দাম মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন জাতের ওপর এবং বয়সের ওপর বিভিন্ন রঙের টিয়া পাখির রয়েছে যেগুলো বিভিন্ন দামে বিক্রি করা হয়ে থাকে। যেমন ফিমেল টিয়া পাখির দাম আলাদা এবং মেইল টিয়া পাখির দাম আলাদা। এগুলো বাজারে বিভিন্ন রকম দামে বিক্রি করা হয়। এক জোড়া টিয়া পাখি মূলত ৫০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে।

টিয়া পাখির অপকারিতা।

টিয়া পাখি কিছু অপকারিতা রয়েছে। যেমন টিয়া পাখি যেগুলো পায়খানা করে এগুলোতে নোংরা হওয়া সম্ভব না বেশি থাকে। এবং এতে প্রচুর খাবার লাগে। এবং এগুলো বাচ্চাকে যেকোনো সময় ঠোক দিতে পারে।


উপসংহার

আজ আমরা এই আর্টিকেলের মধ্যে টিয়া পাখির উপকারিতা এবং টিয়া পাখির বৈশিষ্ট্য নিয়ে সম্পর্কে আলোচনা করেছি। এবং বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করেছি। যেমন টিয়া পাখির খাবার সম্পর্কে তুলে ধরেছি। যদি আপনারা এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে অনেক কিছু জানতে পেরেছেন। আরেকটি বিষয়ের দিকে সবসময় খেয়াল রাখা উচিত পশুপাখি আমাদের কোন সময় ব*ন্দি রাখা উচিত নয়। বিশেষ করে পাখি। যদি এগুলো মুক্ত আকাশে উড়ে বেড়ায় তাহলে এদের অসুখ বা রোগ বালাই কম হয়। আশা করি বুঝতে পেরেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url